Skip to content

খননের পর পাওয়া ডাইনোসরের ডিম থেকে বেরিয়ে এল এমন কিছু, যা দেখে চোখ ছানা বড়া প্রত্নতাত্ত্বিকবিদদের

    img 20220704 161901

    প্রথম থেকেই ডাইনোসর (dinosaur) নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন বিজ্ঞানীরা। নানা সময়ে ডাইনোসর নিয়ে নানা বিষয় সামনে উঠে এসেছে। কখনও কঙ্কাল, আবার কখনও জীবাশ্ম। তবে এবার পাওয়া গেল ডাইনোসরের এক অদ্ভুত ডিম। যে ডিমকে গবেষকরা ‘অত্যন্ত বিরল’ বলে ব্যাখ্যা করেছেন।

    ধারণা করা হচ্ছে, এই প্রথমবার এমন ধরনের ডাইনোসরের ডিম পাওয়া গেল। এতদিন পর্যন্ত ডাইনোসরের ডিম আবিস্কার হলেও, এবারে পাওয়া গেল ডিমের ভেতর ডিম (egg-in-egg)। আর এই খবরেই হইচই পড়ে গিয়েছে চারিদিকে। আর এই ডিম পাওয়া গেছে মধ্যপ্রদেশের ধর জেলায়।

    img 20220704 161917

    গবেষকদের মতে, এই বিরল টাইটানোসোরিড ডাইনোসরের ডিম প্রজনন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে সাহায্য করবে। ইতিপূর্বেই ধর জেলার বাগ শহর সংলগ্ন পাদালিয়া গ্রামের কাছে ডাইনোসরের ডিম থেকে শুরু করে কঙ্কাল পাওয়া গেছে। এমনকি প্রায় ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত লম্বা টাইটানোসরিড ডাইনোসরের (dinosaur) জীবাশ্মও পাওয়া গিয়েছে। তবে এবারে এই ডিমের মধ্যে ডিম দেখে বিজ্ঞানীদের ধারণা কচ্ছপ, টিকটিকি, পাখি এবং কুমিরের মতোই প্রজনন হতে পারে ডাইনোসরের।

    img 20220704 161935

    জানিয়ে রাখি, এই বিষয়টি আবিস্কার করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সায়েন্টিফিক রিপোর্টস জার্নালের নতুন সংস্করণে এই বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানিরা জানিয়েছেন, এই বিরল ডিমে দুটি বৃত্তাকার স্তর রয়েছে। বড় ডিমটি প্রায় ১৬.৬ সেমি এবং ছোট ডিমটির দৈর্ঘ্য ১৪.৭ সেম। আরও জানিয়ে রাখি, ডাইনোসরের (dinosaur) এই বিরল ডিমের সঙ্গে মোট ১০ টি ডিম হাতে এসেছে বিজ্ঞানীদের।