Skip to content

মারার প্রয়োজন নেই, ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে মেনে চলুন এই সকল টিপস, ফল পাবেন হাতেনাতে

    img 20221020 224113

    ঘরে কোন খাবার কিছুক্ষণ খোলা রাখার পর সেই খাবার আর পাচ্ছেন না? ঘরের চারিদিকে আপনি ছাড়াও অন্য কারো চলাফেরার শব্দ শুনতে পাচ্ছেন? চিন্তার কোন কারণ নেই, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন আপনার ঘরে ইঁদুরের (rat) উৎপাত বেড়েছে। আর তারাই আপনার খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে এবং আপনারই ঘরে অবাধে ঘোরাফেরা করছে।

    ইঁদুরের উৎপাত নিয়ে বেশি চিন্তার কোন কারণ নেই। এমন কিছু ঘরোয়া রয়েছে, যা কিছুদিন মেনে চললেই দেখবেন আপনার ঘর থেকে সমস্ত ইঁদুর লেজ গুটিয়ে পালিয়েছে। দেখে নিন উপায়-

    img 20221020 223930

    লাল লঙ্কা গুঁড়া– বাড়ির যেসব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি লক্ষ্য করছেন সেইসকল জায়গায় লাল লঙ্কা গুঁড়া ছরিয়ে রাখতে পারেন। তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

    img 20221020 224208

    পেঁয়াজের গন্ধ– পেঁয়াজ থেকে নিজ্ঞত গন্ধ একেবারেই পছন্দ নয় ইঁদুরদের। যার কারণে এই পেঁয়াজ কেটে যদি আপনি ঘরের মাঝখানে, কিংবা যেখানে মনে করছেন ইঁদুরের (rat) বেশি চলাচল রয়ছে, সেই জায়গায় রাখেন, রাখেন ইঁদুরের হাত থেকে মুক্তি পেতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বাড়ির অন্যান্য পোষ্যরা যাতে এই পেঁয়াজ থকে দূরে থাকে। নাহলে এই পেয়াজের রস তাঁদের জন্যও বিপজ্জনক হতে পারে।

    img 20221020 224000

    লবঙ্গ তেল– একটি মসলিন কাপড়ে কয়েকটি লবঙ্গের কুঁড়ি বেঁধে ইঁদুরের বাসায় রাখেল, ইঁদুর তো আপনার বাড়ি থেকে লেজ গুটিয়ে পালাবেই। সেইসঙ্গে দ্বিতীয়বার আপনার বাড়িয়ে আসার আগে একবার হলেও ভেবে দেখবে।

    img 20221020 223945

    রসুন জল– প্রথমে এজ গ্লাস জল নিন। আর তাতে কয়েক কোয়া রসুন নিয়ে কুঁচি করে কেটে জলে ভিজিয়ে সেই জল ঘরের বিভিন্ন জায়গায়, যেখানে ইঁদুরের (rat) বাস রয়েছে সেখানে ছিটিয়ে দিন। ফল পাবেন হাতে নাতে।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading