এক এক করে বাড়ছে সমস্ত জিনিসের দামই। ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে দ্রব্যমূল্য। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মধ্যে আবার যুক্ত হয়েছে ইলেক্ট্রিক বিলও (Electric Bill)। বিদ্যুৎ ছাড়া বর্তমান দিনের মানুষ যেমন এক মুহূর্তও চলতে পারবে না, অন্যদিকে চড়চড় করে বাড়ছে বিদ্যুতের মিটারও। এ পরিস্থিতিতে বেশকিছু উপায় যদি মেনে চলা যায়, তাহলে কিছুটা হলেও সাশ্রয় হতে পারে আপনার অর্থ।
সঠিক ডিজাইনের স্যুইচ বোর্ড ব্যবহার- সঠিক ডিজাইনের স্যুইচ বোর্ড ব্যবহার করার পাশাপাশি কাজ শেষে পাওয়ার স্যুইচও বন্ধ রাখতে হবে। যার ফলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
বাড়িতে রাখা ফ্রিজের স্থান- ঘরের এমন জায়গায় ফ্রিজটাকে রাখতে যাতে হাওয়া খুব ভালোভাবে চলাচল করতে পারে। আবার লক্ষ্য রাখত হবে যাতে ফ্রিজটি দেওয়াল থেকে অন্তত ২ ইঞ্চি দূরে। তাহলেই দেখবেন বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় করা সম্ভব হবে।
নতুন মডেলের ফ্যান ব্যবহার- প্রথমত অকারণে ফ্যান চালিয়ে না রেখে সময়মত বন্ধ করে দিতে হবে। আবার পুরোন মডেলের পাখা বাদ দিয়ে নতুন মডেলের ফ্যান বাড়িতে লাগালে, ইলেক্ট্রিক বিলও (Electric Bill) কম আসবে।
সঠিক এসির ব্যবহার- গরমের জন্য বাড়িতে যদি ফাইভ স্টার রেটিং এসি এবং সেকেন্ড উইন্ডোর সঙ্গে সঙ্গে স্প্লিট এসি ব্যবহার করা যায়, তাহলে গরম কমার সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিলও (Electric Bill) অনেকটা কম আসবে। পাশাপাশি এসির টেম্পারেচার করে রাখতে হবে ২৪ ডিগ্রি।