সারাদিনের কাজের ফাঁকে একটু হলেও বিনোদন চায় মানুষজন। আর এই বিনোদনের তালিকায় প্রথমেই থাকে টিভি সিরিয়ালগুলো (serial)। বাড়ির মহিলারা থেকে শুরু করে, বয়স্করা সময় হলেও সকলে মিলে বসে পড়েন টিভির সামনে। এমন কিছু সিরিয়াল (serial) থাকে যেখানে নায়ক, নায়িকা ভিত্তিক হয়। আবার কিছু সিরিয়াল শিশু শিল্পীদের নিয়েও তৈরি হয়। তবে রেটিংর দিক থেকে ছোটদের সিরিয়ালই কিন্তু বেশি জনপ্রিয়তা ছিনিয়ে নেয়।
অল্প বয়সেই তাঁদের দুর্দান্ত অভিনয় মানুষের মন ছুঁয়ে যায়। সেই সকল সিরিয়াল (serial) দেখে অনেকে আবার তাঁদের সঙ্গে নিজের সন্তানদের তুলনাও করে থাকেন। তবে সিরিয়ালের সেইসকল খুদে ওস্তাদরা এখন ঠিক কি করছেন, তা জানতেও আগ্রহী হন দর্শকরা।
পটলকুমার- শিশুশিল্পী হিয়া (Hiya) অভিনীত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। জিডি বিরল স্কুলে ক্লাস সেভেনে পাঠরত এই অভিনেত্রী বর্তমানে পড়াশুনার মনোনিবেশ করেছেন।
ভুতু- ২০১৬ সালের জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘ভুতু’। সেইসময় ভুতুর চরিত্রে শিশুশিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) বেশ জপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপর অবশ্য তাঁকে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সিরিয়ালে খুব অল্প অংশে দেখা গিয়েছিল। তবে বর্তমান সময়ে জিডি বিড়লা স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী বছর ১১-র আর্শিয়া অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে পড়াশুনায় মন দিয়েছেন।
ছায়া- জি বাংলার ধারাবাহিক ‘আলো ছায়া’তে ছারায় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ছোট্ট অভিনেত্রী স্মৃতি সিংকে (Smriti Singh)। ১০ বছর বয়সী এই অভিনেত্রী কলকাতার একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী, বাড়ির ডাক নাম গুনগুন।
কুহু- স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘কে আপন কে পর’এ অভিনয় করতে দেখা গিয়েছিল তানিস্কা তিওয়ারিকে। ধারাবাহিকে নায়িকা জবার ছোট মেয়ে হয়েছিলেন কুহু ওরফে তানিস্কা তিওয়ারি (Tanishka Tiwari)। ১৩ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ক্লাস সেভেনের ছাত্রী। পড়শুনা এবং অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই অভিনেত্রী।
রাখি- বর্তমানে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ক্লাস ফাইভে পড়ছেন ‘রাখি বন্ধন’র সেই ছোট্ট রাখি। এই দুষ্টু মিষ্টি পাকা রাখির আসল নাম কৃতিকা (Kritika)। এই অভিনেত্রীর বয়স এখন ১১ বছর।