সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং বলি অভিনেত্রী অনন্যা পান্ডে অভিনীত চলচ্চিত্র ‘লাইগার’ (liger)। ছবিটি হিন্দি এবং তেলেগু- এই দুই ভাষাতেই শ্যুটিং হয়েছিল। পুরি জগন্নাথ রচিত এবং পরিচালিত এই অ্যাকশন-স্পোর্টস ছবিতে একজন একজন কিকবক্সারের জীবনের নানা ওঠা পড়ার গল্প দেখানো হয়েছে। কিভাবে হার না মেনেও, সকল প্রতিকূলতাকে জয় করে জীবনে নিজের লক্ষ্য তিনি স্থির রেখেছেন, তা এই ছবির মধ্য দিয়ে দেখানো হয়েছে।
এই ছবিতে বিজয় এবং অনন্যা ছাড়াও রাম্যা কৃষ্ণন, রনিত রায়, বিষু রেড্ডি এবং মকরন্দ দেশপান্ডের মত অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে। ছবিটি নির্মাতাদের আশাপূরণে ব্যর্থ হয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার জেনে নিন ছবি ফ্লপ হলেও, অভিনেতা অভিনেত্রীরা ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এই ‘লাইগার’ ছবিটি করার জন্য।
বিজয় দেবেরকোন্ডা (vijay deverakonda)- লাইগার ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করলেও বিজয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ছবি। জানা গিয়েছে, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য প্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়।
অনন্যা পান্ডে (Ananya Panday)- দর্শকদের দাবি ছবি ফ্লপ হওয়ার পেছনে অভিনেত্রী অনন্যা পান্ডের খারাপ অভিনয় দায়ী। এই ছবিতে তাঁকে নেওয়াই উচিত হয়নি বলেও দাবী করেছে দর্শকরা। এসবের মধ্যেই জানা গিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা নিয়েছিলেন তিনি।
বিষু রেড্ডি (Vishu Reddy)- ২০০৯ সালের মিস্টার সাউথ ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়ী বিশু রেড্ডিকে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। যার জন্য তিনি প্রায় ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন।
রনিত রায় (Ronit Roy)- কোন গডফাদার ছাড়াই নিজের চেষ্টায় এবং প্রতিভা দিয়ে বলিউডে নিজের একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছেন বলি অভিনেতা রনিত রায়। জানা যায়, ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের জন্য তিনি ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
রাম্য কৃষ্ণন (Ramya Krishnan)- দক্ষিণী অভিনেত্রী রাম্যা কৃষ্ণনকে এই ছবিতে বিজয়ের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। রিপোর্ট বলছে, এই চরিত্রের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।