Skip to content

স্যোশাল মিডিয়ায় নজর কেড়েছেন আমির খানের তৃতীয় স্ত্রী, ফটোশুটের ছবি শেয়ার করলেন ফাতিমা সানা শেখ

    সম্প্রতি সময়ে আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন বলিউডের ‘দঙ্গল গার্ল’ ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। এই ছবির মাধ্যমে শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও সুনাম অর্জন করেছেন এই অভিনেত্রী। ‘দঙ্গল’র মাধ্যমে দারুণ সফলতা পাওয়ার পর প্রায়ই সংবাদ শিরোনামে দেখা যায় এই অভিনেত্রীকে।

    তবে বর্তমান সময়ে বলিউড স্টার আমির খানের তৃতীয় স্ত্রী হিসাবে তার নাম উঠে আসছে। যদিও এই বিষয়ে কড়া জবাবও দিয়েছেন ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। তবে বর্তমান সময়ে কোন সিনেমার জন্য নয়, সুন্দর ফটোশুটের জন্য শিরোনামে এসেছেন এই অভিনেত্রী।

    নিজেদের গ্ল্যামারাস লুকের জন্য সর্বদাই ফ্যানদের আকর্ষণের কেন্দ্রে থাকেন এই অভিনেত্রী। তারউপর স্যোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় ফাতিমা সানা শেখকে (Fatima Sana Shaikh)। সেখানে প্রতিনিয়তই নিজের সুন্দর সুন্দর ছবি আপলোড করে ভক্তদের মধ্যে ঝড় তুলে দেন অভিনেত্রী।

    সম্প্রতি সময়ে তাঁর ভাইরাল হয় ছবিগুলোতে অভিনেত্রীকে সাদা কালো পোশাকে দেখা যায়। কালো এবং সাদা অফ শোল্ডার গাউন, সোনালি রঙের কানের দুল এবং পনিটেল চুলে খুব হট, বোল্ড, হট এবং স্টাইলিশ দেখাচ্ছে এই বলি অভিনেত্রীকে। এই ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ারও করে নিয়েছেন অভিনেত্রী।

    অভিনেত্রীর এই ছবি দেখে তাঁর ফ্যানরাও প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে ইন্সটগ্রামে। একজন লিখেছেন, ‘বাহ… সুন্দর’। আরও এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘এই পোশাকে অনেক দুর্দান্ত পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর স্টাইলিশ লুকে সবাই মুগ্ধ হয়েছেন’।