করোনা মহামারী পর বহু মানুষ কর্মহীন হয়েছেন। অনেক মানুষ জীবনের তাগিদে বেছে নিয়েছে নিজস্ব ছোট বড় ব্যবসা। যে কোন ব্যবসার ক্ষেত্রে পুঁজি বা মূলধন খুবই গুরুত্বপূর্ণ। তবে আলোচ্য বিষয় এমন এক ব্যাবসার সম্পর্কে যা খুবই অল্প পুঁজি বিনিয়োগ করেভালো মুনাফা অর্জন করা যেতে পারে। খুবই সামান্য টাকা বিনিয়োগ করে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন।
এই প্রতিবেদনে যে ব্যবসায়িক ধারণার সম্পর্কে বলা হচ্ছে তা হল “শসা” (Cucumber) চাষের ব্যবসা। এটি এমন একটি ব্যবসা যেখানে খরচও কম এবং কম সময়ে মোটা টাকাও আয় করা যায়। এই ফসলের বিশেষত্ব হল, যে কোন ধরনের মাটিতে এটি চাষ করা যায়। অর্থাৎ বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, কালো মাটি, পলি মাটি যে কোনো জায়গায় চাষ করা যেতে পারে।
বর্তমান বাজারে শসার চাহিদাও ব্যাপক। গ্রাম থেকে শহর সর্বত্রই শসার আলাদা গুরুত্ব রয়েছে। শসা ছাড়া সালাদও অসম্পূর্ণ থেকে যায়। এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। শসার ফসল ৬০ থেকে ৮০ দিনের মধ্যে তৈরি হয়ে যায়। গ্রীষ্মকালে শসার মৌসুমের জন্য বেশি ভালো বলে মনে করা হয়। এই মৌসুমে শসার চাহিদা রয়েছে প্রচুর।
মাটির pH ৫.৫ থেকে ৬.৮ পর্যন্ত শসা চাষের জন্য উপযোগী। নদী ও পুকুরের পাড়েও চাষ করা যেতে পারে শসা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের এক কৃষক শসা চাষের ব্যবসা শুরু করেছিলেন। মাত্র ৪ মাসে তিনি 8 লাখ টাকা আয় করেছেন। চাষের জন্য তিনি নেদারল্যান্ডস থেকে আসা শসার বিচ বপন করেন। উল্লেখ্য, এই চাষের জন্য সরকারি তরফ থেকে ঋণ পাওয়ার সুবিধা আছে বলে জানা যায়।