টলি, বলি অপেক্ষা হলিউডের ছবি নিয়ে বরাবরই দর্শকদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায়। তার মধ্যে মার্ভেল (marvel) ইউনিভার্স ছবির কথা উঠলে, একটা আলাদাই উন্মাদনা দেখা যায় দর্শকদের মধ্যে। সম্প্রতি দিনে জেসার সদ্য মুক্তিপ্রাপ্ত মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ ২’ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
এতদিন ধরে অ্যাকশন ফিল্ম মার্ভেল ইউনিভার্সে হলিউড হিরোদেরই দেখা গিয়েছে। তবে এবার এই ছবিতে যোগ দিতে চলেছেন বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar)। আসন্ন সিরিজ ‘মিস মার্ভেল’এ দেখা যেতে পারে এই বলি অভিনেতাকে।
মাল্টি হাইফেনেট সিরিজের একটা পার্ট হতে চলেছে এই ছবি। এই পর্বে আরামিস নাইট, সাগর শেখ, ঋষি শাহের মতো একাধিক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। সেইসঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে বলি অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারকে (Farhan Akhtar)। যদিও শোনা যাচ্ছে, ফারহানকে অতিথি চরিত্রে দেখা যেতে পারে এই ছবিতে। আগামী ৮ ই জুন এই ছবির প্রিমিয়াম হতে চলেছে বলেও জানা গিয়েছে।
বলিউডে একাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই মুহূর্তে এই খবর প্রকাশিত হওয়ার পর তাঁর হলিউডের অভিনয় নিয়ে উদগ্রীব হয়ে রয়েছে দর্শককূল।