ডিভোর্স (divorce) বিষয়টা এখন যেন জলভাতের মত হয়ে গিয়েছে। সেলেব তারকা থেকে সাধারণ মানুষ, দুজনের মধ্যে মতের সামান্য অমিল হলেই, একে অন্যের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। এই তালিকা থেকে বাদ গেলেন না জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এবং র্যাপার ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)।
গত ৮ সেপ্টেম্বর দিল্লীর সাকেত জেলা আদালতের পারিবারিক আদালত থেকে হানি সিং এবং স্ত্রী শালিনী তালওয়ারের বিবাহবিচ্ছেদের শুনানি দেওয়া হয়। দিল্লীর সাকেত আদালতের বিচারক বিনোদ কুমার এই বিষয়ে শুনানি দেন। যার পরবর্তীতে একটি সিল করা কভারে স্ত্রী শালিনীকে ১ কোটি টাকার একটি চেক দেন হানি সিং। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৩ সালের ২০ শে মার্চ।
বিষয়টা হল, ২০২১ সালে হানি সিংয়ের (Yo Yo Honey Singh) বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ করে স্যোশাল মিডিয়ায় শালিনী দাবী করেছিলেন, হানি সিং তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছেন। সেইসঙ্গে তিনি আরও বলেন, তাঁকে প্রতারিত করে তাঁর থেকে টাকাও নিয়েছেন হানি সিং। কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করে দিয়েছেন হানি সিং।
এবিষয়ে দিল্লীর তিস হাজারি আদালতে হানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলাও করেন স্ত্রী শালিনী। অন্যদিকে এই বিষয়ে হানি সিং বলেন, ‘আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, সেজন আমি গভীরভাবে দুঃখিত। আমার গান এবং আমার স্বাস্থ্য নিয়ে যে গুজন ছড়ানো হয়েছে, তাঁর জন্য আমি কখনই কোন নেতিবাচক মন্তব্য করিনি। তবে আমার এই চুপ করে থাকাটা মনে হয় একদমই ঠিক হয়নি। আমাদের ২০ বছরের সংসারের মধ্যে ১৫ বছর ধরে আমি গানের সঙ্গে যুক্ত। সারা দেশের সংগীতশিল্পী এবং শিল্পীদের সঙ্গে আমার কাজ। আর প্রায় এক দশক সময় ধরে আমার এই কাজের জন্য আমার স্ত্রীও যুক্ত রয়েছেন। আমার সঙ্গে মিটিং, ইভেন্ট এবং শুটিংয়েও যেতেন তিনি। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধে গিয়ে আমি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি’।