Skip to content

সামালোচনার মুখে জনপ্রিয় শো didi no.1 প্রতিযোগীদের দিয়ে মিথ্যে বলানোর অভিযোগে বিপাকে ‘রচনা ব্যানার্জী’

    img 20221208 093451

    “দিদি নম্বর ওয়ান” (Didi number 1) হল সমস্ত গৃহিণী বা পেশাদার মহিলাদের প্রতিভা প্রদর্শনের প্ল্যাটফর্ম। মৌসুমের পর মৌসুমে জি-বাংলার (Zee Bangla) এই শো দর্শকদের বিনোদন দিয়ে আসছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বহু নির্যাতিত, বঞ্চিত নারীর সংগ্রামের গল্প। দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে এসে, অনেক মহিলাই তাদের ব্যক্তিগত জীবনের না বলা কথা প্রকাশ করেন। অনেকে নির্যাতনের ভয়াবহ গল্পও শেয়ার করেছেন।

    img 20221208 093820

    তবে সে সব গল্প মিথ্যা। টিআরপি (TRP) পাওয়ার জন্য প্রতিযোগীদের দিয়ে মিথ্যা বলানো হয়। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ‘অরূপ কুমার ভূঁইয়া’ নামে এক ব্যক্তি। বেহালার এই বাসিন্দার পোস্ট করা একটি ভিডিও নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেখানে দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ তোলেছেন ওই ব্যক্তি।

    তিনি জানান, ‘কিছুদিন আগে তার প্রাক্তন স্ত্রী দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গিয়েছিলেন। সেখানে তিনি প্রাক্তন স্বামীর নামে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন। অরূপ কুমার ভূঁইয়ার দাবি, এক তরফের কথাই শোনা হচ্ছে দিদি নম্বর ওয়ানে। ভিডিওতে তিনি বলেন, কিছু মেয়ের দোহাই দিয়ে আজ অনেক ছেলেই নির্যাতনের শিকার হয়। ওই ছেলেদের কথা কে শুনবে?

    ওই ব্যক্তি এও দাবি করেন, স্বামী-স্ত্রী উভয়কে ডেকে মুখোমুখি দাঁড় করাতে হবে এবং উভয়কে কথা বলার সুযোগ দিতে হবে। এছাড়া দিদি নাম্বার ওয়ানের মতো শো অবিলম্বে বন্ধ করার দাবিও জানিয়েছেন ওই ব্যক্তি’। ভিডিওকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে এবার মুখ খুললেন ‘রচনা ব্যানার্জি’।

    img 20221208 093503

    একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি শো চলছে ১১ বছর ধরে। প্রতি পর্বে চারজন মেয়ে। সবার কান্না কি মিথ্যে হতে পারে? সবাই অভিনয় এবং ভান করতে পারে না? রচনার কথায়, হাজার মেয়ের মধ্যে হয়তো দু-একজন এখানে-সেখানে মিথ্যা কথা বলে। কিন্তু সবাই মিথ্যাবাদী তা হতে পারে না’।