Skip to content

পায়ের তালে নাচিয়েছিলেন গোটা দেশকে, আজও স্ত্রী পুত্রদের নিয়ে এক সংসারেই থাকেন ‘সুপারড্যান্সার’ মিঠুন চক্রবর্তী

  img 20230331 205654

  বলিউডের নৃত্য তারকা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সেই অভিনেতাদের মধ্যে একজন যার খ্যাতি আজ সমস্ত সীমা অতিক্রম করছে। মিঠুন চক্রবর্তী অতীতেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সেই কারণেই বলিউডের সমস্ত নতুন তারকাকেও মিঠুন চক্রবর্তীকে অনেক সম্মান প্রদান করছেন এখনও।

  img 20230331 205548

  img 20230331 205535

  বয়সের ভারে সেভাবে চলচ্চিত্রে আর মিঠুন চক্রবর্তীকে সেভাবে দেখা না গেলেও, ভালো চিত্রনাট্য হলে আজও ছাড়েন না তিনি। পাশাপাশি জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে ‘মহাগুরু’র আসনে আজও দেখা যায় মিঠুন চক্রবর্তীকেই।

  img 20230331 205514

  জানিয়ে রাখি, স্ত্রী পুত্রদের নিয়ে একই সঙ্গে এক পরিবারেই থাকেন মিঠুন চক্রবর্তী। দুই বিয়ের পরও, দুই স্ত্রীয়ের সঙ্গেই সুন্দরভাবে সম্পর্ক বজায় রেখেছেন তিনি। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীতে। সেইসঙ্গে এই অভিনয় জীবনে পেয়েছেন একাধিক সম্মান থেকে প্রচুর পুরস্কারও।

  img 20230331 205453

  বাবার মতই তাঁর সন্তানরাও রয়েছেন এই বিনোদন দুনিয়াতেই। মহাক্ষয়ের পর মেয়ে দিশানিও এবার পা রাখতে চলেছেন বলিউডের গ্ল্যামার দুনিয়ায়। তবে বাকি দুই ছেলে এখনও পড়াশুনা নিয়েই ব্যস্ত রয়েছেন। অন্যদিকে পুত্রবধূ মাদলসাও যুক্ত রয়েছেন এই বিনোদন দুনিয়ার সঙ্গে। মাঝে মধ্যেই শ্যুটিং সেটে পৌঁছে যান বউমার অভিনয় দেখতে। সেই ছবি আবার ভাইরালও হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।

  img 20230331 205707

  img 20230331 205725

  অভিনয় জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও, শেষে যোগিতা বালির সঙ্গেই গাঁটছড়া বাঁধেন মিঠুন চক্রবর্তী। সেই থেকে চলছে তাঁর সংসার। আজকের দিনেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে টেক্কা দিতে পারেন তরুণ প্রজন্মের অভিনেতাদের।