Skip to content

যমজ না হয়েও তাঁরা প্রায় একইরকম দেখতে, বিটাউনের এই ৫ ভাই বোন জুটিকে দেখে ভুল করবেন সকলেই

  img 20220615 175424

  বলিউডের দুনিয়া বেশ রঙিন আর গ্ল্যামারে ভরপুর। এই দুনিয়ায় এমন অনেকেই রয়েছেন, যাদের বাবা- মা, কিংবা ভাই-বোনরা চলচ্চিত্র জগতের সঙ্গে সঙ্গে যুক্ত থাকার সুবাদে তারাও এই দুনিয়ায় পা রেখেছেন। কিন্তু আবার এমন অনেকে আছেন যাদের ভাই বোন থাকলেও, তাঁরা হয়ত এই জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, তাঁদের দেখতে অনেকটা একই রকম। হুবহু তাঁদের এরকই রকম দেখতে।

  img 20220615 175227

  ভূমি পেডনেকার (Bhumi Pednekar) এবং সমীক্ষা পেডনেকার (Samiksha Pednekar) ‘দম লাগা কে হাইশা’, ‘টয়লেট, এক প্রেম কথা’ এবং ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিতে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে বিটাউনে একটা শক্তিশালী জায়গা করে নিয়েছেন ভূমি পেডনেকার। অন্যদিকে প্রায় একই রকম দেখতে তাঁর বোন বেছে নিয়েছেন আইনজীবীর পেশা।

  img 20220615 175142

  অপারশক্তি খুরানা (Aparshakti Khurana) এবং আয়ুষ্মান খুরানা ( Ayushmann Khurrana)- কেরিয়ারের শুরুতেই দুই ভাই RJ হিসাবে পথ চলা শুরু করেছিলেন। এরপর আয়ুষ্মান খুরানা বলিউডে নিজের বেশ একটা শক্ত জায়গা তৈরি করে নেয়। পরবর্তীতে ‘দঙ্গল’ ছবিতে অপারশক্তি খুরানাকে দেখে অনেকেই ভাই আয়ুষ্মানের সঙ্গে গন্ডগোল করে ফেলেছিলেন।

  img 20220615 175159

  শিল্পা শেঠি (Shilpa Shetty) এবং শমিতা শেঠি (Shamita Shetty)‘মহব্বতে’ ছবি দিয়ে অভিনয় জগতে প্রবেশ করার পর ‘জহর’ ছবিতে তাঁকে দেখা গেলেও পরবর্তীতে অভিনয় জগতে ফ্লপ হন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি।

  img 20220615 175213

  রাজু খের (Raju Kher) এবং অনুপম খের (Anupam Kher)- একনজর দেখলে রাজু খের এবং অনুপম খেরকে যমজ ভাই বলে যে কেউ ভুল করবে। তবে বিটাউনে অনুপম খের সুনাম অর্জন করলেও, তাঁর ভাই রাজু খের সেভাবে জায়গা করতে পারেনি। তবে লকডাউনের সময় এই দুই ভাইয়ের বেশ কিছু মজাদার রিলস দেখা গিয়েছিল স্যোশাল মিডিয়ায়।

  img 20220615 175127

  শক্তি মোহন (Shakti Mohan) এবং মুক্তি মোহন (Mukti Mohan)- একাধারে দূর্দান্ত নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি ইউটিউব চ্যানেলের সঙ্গে নাচের শোতে বিচারক হিসাবেও যুক্ত রয়েছেন শক্তি মোহন। অন্যদিকে বন মুক্তি মোহনও টিভিতে নৃত্য পরিবেশনের পাশাপাশি অ্যাঙ্কার হিসাবেও সুনাম অর্জন করেছেন। এই দুই বোনকে দেখে যমজ বলে ভুল করবেন অনেকেই।