Skip to content

সিলভার স্ক্রিনে তাঁকে সেভাবে দেখা না গেলেও ঠাটবাঁট রয়েছে আগের মতই, জেনে নিন কিভাবে দিন কাটছে রেখার

    img 20220706 125456

    হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম এক খ্যাতনামা অভিনেত্রী হলেন রেখা (rekha)। বলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় একচেটিয়া আধিপত্য ছিল এই অভিনেত্রীর। একাধারে অভিনয় এবং অন্যদিকে রেখার রূপ- সৌন্দর্য্য, তাঁর ধারে কাছে টিকতে পারতেন না অন্য কোন অভিনেত্রী। তবে বর্তমান সময়ে সিলভার স্ক্রিনে খুব একটা দেখা না গেলেও, কিভাবে কাটছে রেখার দিন!

    ১৯৫৮ সালে তেলুগু ছবি ‘Inti Guttu’ র হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখেন রেখা। যদিও সেই ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন তিনি। এরপর ১৫ বছর বয়সে ‘আনজানা সাফার’ ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন রেখা। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের দিয়েছেন একের পর এক হিট ছবি উপহার।

    img 20220706 125509

    এরপর একে একে ঘর, মুকান্দর কা সিকান্দার, খুবসুরত, উমরাও জান, ফুল বানে অঙ্গারী, খিলাড়িও কা খিলাড়ি, কোহি মিল গ্যায়া, ক্রিষ, আস্থা। সিলসিলা, নিশান, উৎসব, সুপার নানি, বুলান্দি, বিবি হো তো অ্যায়সি, ক্রিষ ৩, মিস্টার নটবরলাল, লাগিন, লজ্জা, সংসার, জল, নমক হারাম, ভূত সহ একাধিক ছবিতে নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন রেখা, সেইসঙ্গে পেয়েছেন একাধিক জনপ্রিয় পুরস্কারও।

    তবে বর্তমান দিনে তাঁকে আর সেভাবে সিলভার স্ক্রিনে দেখা যায় না। কিন্তু তা সত্ত্বেও রেখার অবস্থার কোন পরিবর্তন হয়নি। দামী শাড়ি থেকে শুরু করে গহনা, এমনকি আজও দামী গাড়ি চড়তেই দেখা যায় রেখাকে। এর কারণ খতিয়ে দেখতে গিয়ে জানা গিয়েছে, মুম্বই এবং দক্ষিণ ভারতে একাধিক বাড়ি রয়েছে রেখার, যা ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করেন তিনি। এছাড়াও বিভিন্ন ছবিতে অতিথি চরিত্র থেকে স্থানে করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির মধ্য দিয়েও বেশ মোতা টাকা আয় করেন রেখা (rekha)।

    img 20220706 125535

    সিনেমায় সেভাবে আর অভিনয় না করলেও একগুচ্ছ ব্র্যান্ড এনডোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন রেখা। পাশাপাশি অভিনয় জীবন থেকে যা রোজগার করেছেন, তাঁর অনেকটাই প্রচুর ফিক্সড ডিপোজিট করে রেখেছেন রেখা, যা বয়সকালে তাঁকে সাহায্য করছে। এছাড়াও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় বেশ মোটা টাকা সরকারি ভাতা পান রেখা।

    পাশাপাশি জানিয়ে রাখি, বাঁশের উঁচু দেওয়াল দিয়ে ঘেরা বান্দ্রার বিলাসবহুল বাড়িতে থাকেন অভিনেত্রী রেখা। সেখানে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাও। তবে সলভার স্ক্রিনে তাঁকে আজ আর সেভাবে দেখা না গেলেও, সেই প্রথম দিনের মতই জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রী রেখার।