Skip to content

৬০ পেরিয়েও এখনও যেন ২০-র তরুণ! খাদ্য তালিকায় কি কি রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

    img 20230425 123951

    বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেতা হলেন “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়”। যিনি টলি টাউনে পরিচিত বুম্বা দা হিসাবে। বহু বছর ধরে তিনি একচেটিয়া রাজত্ব করছেন ইন্ডাস্ট্রিতে। নিজের অভিনয় দিয়ে অসংখ্য দর্শকের মন জয় করেছেন তিনি। কর্মাশিয়াল থেকে অন্য ধারার সিনেমা, সব দিকেই প্রসেনজিৎ বার বার নিজেকে ভেঙে আবার গড়েছেন। তাঁর অভিনয় নিয়ে কোনও কথা হবে না।

    img 20230425 124200

    ৬০ বছর বয়সেও সমান দক্ষতায় ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলেছেন। যদিও বুম্বাদাকে দেখলে তাঁর বয়স বোঝার উপায় নেই। অত্যন্ত কঠোর ডায়েটের মধ্যে থাকেন প্রসেনজিৎ। আসুন জেনে নেওয়া যাক অভিনেতার এই বয়সেও ফিটনেস থাকার রহস্যটা কী?

    শোনা যায়, ২০ বছর আগেই ভাত খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন প্রসেনজিৎ, তিনি নাকি একেবারেই ভাত খান না। এবং বাইরের কোনও খাবারই তিনি মুখে তোলেন না৷ বুম্বাদা যে কোনও টলিউড পার্টি বা ইভেন্টে গেলে খুব মেপে খাবার খান। বলা চলে স্যালাডের ওপরই তিনি রয়েছেন। খাবারের বিষয়ে তিনি খুবই সচেতন থাকেন।

    img 20230425 124112

    এদিকে প্রতিদিনের খাবারের সঙ্গে শসা আর টক দই থাকা চাই। সেই সঙ্গে থাকে ফলের রসও। নিয়ম মেনে পুষ্টিকর খাবার খান বুম্বা দা। শুটিংয়ের সময় অভিনেতার খাবারের তালিকায় থাকে ডাবের জল , ব্ল্যাক কফি ও টকদই। একাধিক তারকাদের মুখেও শোনা যায় প্রসেনজিৎ কড়া ডায়েটের মধ্যেই থাকেন।

    img 20230425 124416

    খাওয়া-দাওয়ার পাশাপাশি প্রসেনজিৎ কঠোর শারীরিক পরিশ্রমও করে থাকেন। তাঁর সুঠাম শরীরে নেই কোন মেদ। ঠিক এই কারণেই, যে কোনও পোশাকেই প্রসেনজিৎকে দারুণ মানায়। ৬০ বছর বয়স হলেও এখনও নিজেকে যেভাবে ধরে রেখেছেন, তা রীতিমতো অন্যান্য অভিনেতাদের ঈর্ষা জাগাতে পারে।