বিনোদন জগতে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান। সিনেমাপ্রেমী মানুষজন কাজের ফাঁকে কিছুটা সময় বের করে ঠিক প্রেক্ষাগৃহে গিয়ে একবার ঢুঁ মেয়ে আসেন। প্রিয় তারকার চলচ্চিত্র এলে তো আর কোন কথাই নেই, দেখতেই হবে ফার্স্ট ডে ফার্স্ট শো। তবে এমন অনেকেই আছেন যারা সময়ের অভাবে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ঝাঁ চকচকে সাউন্ডের সঙ্গে আর সিনেমা দেখার সময় পান না। ঠিক সেইসকল মানুষদের জন্যই জেব্রোনিকস ইন্ডিয়া (Zebronics india) নিয়ে এসেছে এক দুর্দান্ত ব্যবস্থা।
এবার প্রেক্ষাগৃহের সম্পূর্ণ মজা পাবেন বাড়িতে বসেই। জেব্রোনিকস ইন্ডিয়ার এক দুর্ধর্ষ গ্যাজেট আপনাকে বাড়িতেই দেবে একেবারে প্রেক্ষাগৃহের মত আনন্দ। হোম থিয়েটারের জন্য জেব-পিক্সাপ্লে 18 (Zeb pixaplay 18) নামে দুর্দান্ত একটি প্রোজেক্টর লঞ্চ করেছে জেব্রনিকস ইন্ডিয়া। এটিতে ইনবিল্ট স্পিকারে সঙ্গে থাকছে 200 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনও।
এটিতে থাকা অ্যাপ স্টোর অর্থাৎ সমস্ত ওটিটি অ্যাপ সাপোর্ট করবে প্রোজেক্টরটিতে। সেইসঙ্গে 8GB স্টোরেজের সঙ্গে শক্তিশালী প্রসেসরেরও থাকছে জেব-পিক্সাপ্লে 18-এ যার ফলে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন সিনেমাহলের মত অনুভূতি। ওয়েবসিরিজ হোক বা সিনেমা, দেখতে পাবেন সবকিছুই।
মাত্র ২১৯৯৯ টাকার এই জেব-পিক্সাপ্লে 18-এ আলাদা করে সাউন্ড বার অ্যাটাচ করার সুবিধার সঙ্গে থাকছে ব্লুটুথ কানেকশনও। এইচডিএমআই ও ডুয়াল ইউএসবি ইনপুটসসহ এই ডিভাইসে মিরর কাস্টিংয়েরও সুবিধাও রয়েছে। প্রায় 30,000 ঘণ্টা পর্যন্ত ল্যাম্পলাইফ দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই প্রোজেক্টরে ওয়াল মাউন্টের অপশনও থাকছে। তাই দেরী না করে আজই অর্ডার দিন ফ্লিপকার্টে, তবেই পেয়ে যাবেন মাত্র ২১৯৯৯ টাকা। নাহলে জেব্রনিকসের অফিশিয়াল সাইটে এর দাম প্রায় দ্বিগুণ দেখাচ্ছে।