Skip to content

চলন্ত রাস্তায় গাড়ি থামিয়ে আখ চুরি করল হাতি! স্যোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

  img 20220616 130925

  স্যোশাল মিডিয়ায় প্রতিদিনই কোন না কোন ছবি কিংবা ভিডিও ভাইরাল (viral video) হতে থাকে। অনেক সময় সেগুলো হয় মজাদার, আবার কখনও হয় হৃদয়বিদায়ক। আবার অনেকে এমন অনেক ভাইরাল ভিডিও (viral video) কিংবা ভাইরাল ছবি দেখে মনটা বেশ আনন্দে ভরে ওঠে।

  সম্প্রতি সময়ে নেটদুনিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে চলন্ত রাস্তায় ট্রাকের মধ্যে থেকে বোঝাই কর আখের থেকে আখ চুরি করে খাচ্ছে হাতি (elephant)। জানা যায়, এই হাতিটির নাম আউয়ান-টিয়া, যে কিনা জীবনের বেশিরভাগ সময়টাই কাছাকাছি একটি অভয়ারণ্যে কাটিয়েছে।

  ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অভয়ারণ্যের মধ্যেকার রাস্তা দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে। আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আউয়ান-টিয়া হাতিটি। সামনে থেকে এক একটি গাড়ি আসছে, আর সেই গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে হাতিটি (elephant)।

  শুধুমাত্র গাড়ি দাঁড় করানোই নয়, ওই হাতির উদ্দেশ্য ছিল বোঝাই করা আখের গাড়ি থেকে আখ চুরি করা। আর তাতে সফলও হয় হাতিটি (elephant)। এইভাবে গাড়ি আসার পর দেখা যায় কয়েকটি আখ বোঝাই করা গাড়ি আসছে। আর সেই গাড়ির সামনে শুঁড় তুলে গাড়ি দাঁড় করায় হাতিটি।

  তারপর সেই গাড়ির পেছনে বোঝাই করা আখ থেকে কয়েকটি আখ টেনে বের করে নেয় হাতিটি। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইখান থেকে প্রায় ১২ টি গাড়ি থামিয়ে তা থেকে আখ চুরি করে নিয়েছিল সেই হাতিটি।

  স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের শেয়ার হতেই মুহূর্তেই এই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়। তবে জানা যায়, আগে থাকতেই বনবিভাগের কর্মকর্তারা সেখানে আগত গাড়িগুলোকে সতর্ক করে দিয়েছিল। আরও জানা যায়, ওই এলাকার হাতিরা বেশ বন্ধুত্বপূর্ণ। সহজে মানুষের ক্ষতি করে না হাতিগুলো।