Skip to content

কাঠফাটা গরমে গামলার জলে মজায় স্নান করছে হাতির শাবক, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজনরা

    হাতের মুঠোয় মোবাইল থাকার দৌলতে ঘরে বসেই মানুষ নানারকম আনন্দ উপভোগ করতে পারে। কখনও বা কারো সঙ্গে কথা বলে, তো আবার কখনও স্যোশাল মিডিয়ায় নানারকম ভাইরাল ভিডিও (viral video) দেখে। আর একবার যদি কোন ভিডিও নেটিজনদের মনে ধরে যায়, তাহলে তা ভাইরাল হতে খুব বেশি সময় নেয় না।

    সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় সেরকমই একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা হৃদয়স্পর্শ করে গিয়েছে নেটিনাগরিকদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হাতির শাবক নীল গামলার মধ্যে শুয়ে স্নান করছে। গরমের হাত থেকে বাঁচার জন্য গামলা ভর্তি জলের মধ্যে লুটোপুটি খাচ্ছে হাতির শাবকটি। শুধু তাই নয়, তাঁকে স্নানে সাহায্য করার জন্য পাশ থেকে একজন আবার জলও দিয়ে দিচ্ছেন।

    Dr.Samrat Gowda IFS on Twitter: “Play time… https://t.co/QndRhSvnDL” / Twitter

    এখানেই শেষ নয়, ভিডিওটিতে আরও দেখা যায়, একটি কুকুরের সঙ্গে খেলা করছে একটি হাতির শাবক। যা দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে নেটিজনদের। যেখানে দেখা যায়, কুকুরটির পেছনে পেছনে খেলার ছলে ঘুরছে হাতির বাচ্চাটি। কুকুরটি বারবার ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে, আর হাতির শাবকটিও কুকুরের পেছন পেছন ঘুরছে। দুই পশুর মধ্যেকার এই খুনসুটি, বেশ মনে ধরেছে নেটদুনিয়ার বাসিন্দাদের।

    আইএফএস অফিসার সম্রাট গৌড়া তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভাইরাল ভিডিওটি (viral video) শেয়ার করেছেন। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘Play time’। নেটদুনিয়ায় এই ভিডিও ব্যাপকহারে সাড়া ফেলেছে। সেইসঙ্গে হাতি শাবকের এই ভিডিও দেখে নিজেদের ছোটবেলার খেলাধূলার কথা মনে পড়ে গিয়েছে নেটিজনদের।