আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি বাড়ির বিদ্যুৎ বিল সর্বোচ্চ কতটা আশা রাখেন। প্রত্যেকেই বাড়ির বিদ্যুৎ খরচ অনুযায়ী আলাদা আলাদা বিল অনুমান করে থাকবেন। কিন্তু ভুলেও কেউ বাড়ির বিদ্যুৎ বিল লাখের ঘরে আশা করবেন না। কারণ বাড়ির বিদ্যুৎ বিল সাধারণত হাজার, 2 হাজার বা 3 হাজারের আসেপাশে থাকে। কিন্তু আজ আমরা আপনাকে এমন এক গ্রাহকের সাথে পরিচয় করিয়ে দেব যার বাড়ির বিদ্যুৎ বিল এসেছে লাখের ঘরে। আসুন জানি পুরো খবর।
হ্যাঁ, মহারাষ্ট্রের চন্দ্রপুর থেকে এমনই এক ঘটনা সামনে এসেছে। চন্দ্রপুরের অত্যন্ত দরিদ্র এক কৃষকের বাড়ির ইলেকট্রিক বিল এসেছে 1 লাখ 380 টাকা। এই আনলিমিটেড ইলেকট্রিক বিল(Unlimited electric bill) দেখে তার তো মাথায় হাত। তিনি একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকেন। বাড়িতে শুধুমাত্র দুটো বাল্ব জ্বলে। তাও দিনের বেলায় বন্ধ। তাহলে কি করে এতো টাকার বিল আসতে পারে?
এই দরিদ্র কৃষকের বিদ্যুৎ দপ্তর থেকে ইলেকট্রিক বিল পাঠিয়েছে 1 লাখ 380 টাকা। কুড়েঘরে থাকা এই কৃষকের বাড়িতে না আছে কোন কুলার, না আছে ফ্রিজ, না আছে টিভি, না আছে কোনো পাখা, না চলে অন্য কোন ডিভাইস। বিদ্যুত খরচের জন্য বাড়িতে রয়েছে শুধুমাত্র দুটি বাল্ব। তার সত্বেও লাখ টাকার বিল?
বিপর্যস্ত গ্রাহক এই বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানান। বিদ্যুৎ বিল কিছু পরিমান কমিয়ে কর্মকর্তারা 44 হাজার 290 টাকার বিল নির্ধারণ করেন। ওই কৃষক কি হিসাবে এই বিদ্যুৎ বিল? জানতে চাইলে এই বিষয় নিয়ে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা কিছু বলতে নারাজ। কৃষক জানান তিনি মাত্র 20 unit বিদ্যুৎ খরচ করেছেন, তাতে 1 লাখ 380 টাকার বিল আসে কি করে?
তবে এই ঘটনা ওই কৃষক ছাড়াও ওই এলাকার অনেকেরই হয়েছে। যারা প্রায় 40 থেকে 50 হাজার মধ্যে বিল পেয়েছে। জানা যায়, প্রাক্কলন থেকে রিডিং নিয়ে বিল পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ, বাড়িরতে মিটার দেখে কেউ রিডিং নেইনি। এমন ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসি, তবু এর কোনো রায় আসেনি বিদ্যুৎ বিভাগ থেকে।