বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতেও বহু নামিদামি অভিনেতা রয়েছেন। বহু সিনেমাপ্রেমীরা এই সুপারস্টারদের থেকে উদ্বুদ্ধ হয়ে থাকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ থেকে শুরু করে জিৎ-অঙ্কুশের মত অনেক সুপারস্টার রয়েছেন। তারা প্রত্যেকেই চলচ্চিত্র ক্যারিয়ারে সাফল্য অর্জন করেছেন। আমাদের সকলেরই জানা এই তারকাদের অভিনয় দক্ষতা, তবে আজকের প্রতিবেদনে জানবো জনপ্রিয় ও বিখ্যাত এই অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতা।
প্রসেনজিৎ চ্যাটার্জী :
তালিকার শুরুতেই রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত ও বিখ্যাত নায়ক ‘প্রসেনজিৎ চ্যাটার্জী’কে (Prosenjeet Chatarjee) কে না চেনেন। এই অভিনেতা তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে আলাদা ও বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনেতা খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে রয়েছেন। তবে অভিনয়ের জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটাননি তিনি। প্রসেনজিৎ সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করতেন বলে শোনা যায়।
মিঠুন চক্রবর্তী :
বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রি খ্যাত প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার অভিনয় দক্ষতা নিয়ে কোন কথাই চলে না। ইন্ডাস্ট্রিতে গুরু হিসেবেও মানা হয় মিঠুন দা কে। জীবনে অনেক সংগ্রাম করে আজ তিনি এই উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। জানা যায়, অভিনয়ের জন্য মুম্বাই যাওয়ার আগে মিঠুন চক্রবর্তী স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করেছিলেন।
জিৎ :
টলিউড ইন্ডাস্ট্রির ড্যাশিং ও হ্যান্ডসাম হাঙ্ক সুপারস্টার জিৎ। তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতাদের একজন। তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বর্তমান প্রজন্ম তাকে খুব অনুসরণ করে বলে জানা যায়। বিগত কয়েক দশক ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও সুপারস্টার জিৎ বেশ এগিয়ে। ভবানীপুর সোসাইটি কলেজ, কলকাতা থেকে তিনি স্নাতক করেছেন বলে জানা যায়।
দেব:
বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। অনেক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। যতদূর জানা যায়, মডেলিং থেকে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন দেব। ছোটবেলাটা তার কেটেছে মুম্বাইতে। এবং তিনি পুনে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়েছিলেন।
অঙ্কুশ হাজরা :
টলিউডের চকলেট হিরো অঙ্কুশ বর্তমান জেলার বাসিন্দা, তবে কলকাতা থেকে পড়াশোনা করেছেন তিনি। যতদূর জানা যায়, অঙ্কুশ কলকাতার হেরিটেজ অ্যাকাডেমি থেকে বিবিএ পাশ করেছিলেন।