Skip to content

ঘুমেতে ঘটবে না ব্যাঘাত! রেল স্টেশনে নিশ্চিন্তেই পারবেন ঘুমাতে, সস্তায় POD Hotel চালু করল রেল

    img 20220706 182338

    ভারতীয় রেলের (Indian Rail) পক্ষ থেকে রেল যাত্রীদের জন্য বিরাট সুখবর রয়েছে। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেলের এই বিশেষ উদ্যোগে উপকৃত হতে চলেছেন বহু যাত্রীগণ। সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসেই ‘মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস’ (CSMT)-এ দ্বিতীয় স্লিপিং পড হোটেল (Second Sleeping POD Hotel) চালু করলো ভারতীয় রেল।

    img 20220706 182947

    এর আগে ২০২১-এর নভেম্বর মাসে প্রথম স্লিপিং পড হোটেল (First Sleeping POD Hotel) চালু হয়েছিল ‘মুম্বাই সেন্ট্রাল’ (Mumbai Central) রেলওয়ে স্টেশনে। জানা যাচ্ছে, পড হোটেলটি ১২ এবং ২৪ ঘন্টার জন্য যাত্রীদের জন্য উপলব্ধ থাকবে। এই পড হোটেলে যাত্রীদের থাকার জন্য ১২ ঘন্টায় ৫৯৯ টাকা খরচ হবে এবং ২৪ ঘন্টায় ৯৯৯ টাকা। এই হোটেল পরিষেবা চালু করে রেলের কোষাগার আরও মজবুত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

    img 20220706 183213

    হোটেলের সাধারণ এলাকায় ওয়াইফাই, ওয়াশরুম, লাগেজ এবং শাওয়ার রুমও রয়েছে। এছাড়া পড বেছে নেওয়া একজন ব্যক্তি টেলিভিশন, মোবাইল চার্জিং পয়েন্ট এবং পড়ার আলোও পাবেন। হোটেলে চারটি ফ্যামিলি পড, ছয়টি ডবল পড, এবং ৩০ টি একক পড রয়েছে। এবং এটি সিএসএমটি (CSMT) আউটস্টেশন ট্রেন টার্মিনাসের ওয়েটিং রুমের কাছে নির্মিত হয়েছে।

    img 20220706 183107

    পড হোটেল সুবিধাটি বাইরে থেকে আসা যাত্রীদের জন্য খুব সহায়ক হবে কারণ মহারাষ্ট্রের মধ্যে থেকেও প্রচুর ট্রেন CSMT-এ আসে৷ হোটেলটি সেই সমস্ত যাত্রীদের বেশি উপকৃত করবে যারা মুম্বাইতে সল্প মেয়াদি কাজের জন্য আসেন। এছাড়াও অন্যান্য যাত্রীদের প্লাটফর্মে চত্বর ছেড়ে অযথা দূরে কোথাও রেস্ট এর জন্য যেতে হবেনা। এই পড গুলো অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি যেখানে সমস্ত রকম পরিষেবা বর্তমান।