করণা মহামারীর কারণে বিগত দুটো বছর মানুষ ও সমাজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যদিও বর্তমানে করোনার প্রকোপ কাটিয়ে মানুষ সাধারণ জীবন যাপনে ব্যাস্ত। প্রতিটা সেক্টরই ধীরে ধীরে তাদের নিজের জায়গায় ফিরছে। কিন্তু বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি ফিরতে পারছে না তাদের চেনা ছন্দে। একের পর এক ছবি বক্স অফিসে (Box-Office) মুখ থুবড়ে পড়ছে। দর্শকদের কাছ থেকেও তেমন সাড়া পাচ্ছে না বলিউড সিনেমা।
অন্যদিকে দক্ষিণ ভারতীয় সিনেমা ও ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলো রাজত্ব করছে গোটা দেশজুড়ে এবং মানুষের হৃদয়ে। পুষ্পা, কে-জি-এফ-চ্যাপ্টার ২, আরআরআর ছবিগুলি যেভাবে ব্যবসা করছে গোটা দেশজুড়ে, সেই অনুযায়ী বলিউড ইন্ডাস্ট্রি এখন অনেক পিছিয়ে। বলিউডের ছবিগুলি লাগাতার ফ্লপ হওয়ার কারণে, এবার মুখ খুলতে শোনা যাচ্ছে কিছু বলিউড তারকাদের।
তারকাদের মতে, ‘দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি রীতিমতো মসলাদার গল্প ও দুর্দান্ত দৃশ্য দিয়ে মানুষের কাছে প্রশংসিত হয়েছে ও দর্শকদের আকৃষ্ট করছে। আমাদেরকে নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো ভাবতে ও বুঝতে হবে। এখন যে সিনেমা চলে না তা নয়। দর্শকরা ছবিটি পছন্দ করলেই চলবে। পুষ্পা বা দ্য কাশ্মীর ফাইলস, আর আর আর এমন অনেক সিনেমা রয়েছে যেগুলোতে বোঝার অনেক কিছু আছে’।
শামশেরা, সম্রাট পৃথ্বীরাজ চৌহানের মতো বিগ বাজেটের ছবিও মুক্তি পেয়েছে, কিন্তু তা দর্শকদের খুব একটা পছন্দ হয়নি। এখন এসবের মাঝে এই তারকাদেরকে ভাবতে হবে দর্শকরা কী চায়? এবং আমরা কি পরিবেশন করছি? উল্লেখ্য, যে শীঘ্রই অনেক হিন্দি ছবি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। তবে আগামী কাল ১১ আগস্ট মুক্তি পাবে ‘আমির খানে’র ছবি ‘লাল সিং চাড্ডা’। এখন দেখার বিষয় ছবিটি দর্শকরা কতটা পছন্দ করে।