Skip to content

বড় ধাক্কা গৌতম আদানির! ছিটকে গেলেন নিজের স্থান থেকে, ধনীদের তালিকায় এল নতুন নাম

    img 20220906 195712

    এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিদের শীর্ষ তালিকায় রয়েছে বিখ্যাত ব্যবসায়ী “গৌতম আদানি”র (Goutam Adani) নাম। সম্প্রতি তিনি ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। তবে এবার বড় ধাক্কা খেলেন গৌতম আদানি। বেশি দিন ধরে রাখতে পারলেন না তার নিজের জায়গা। ছিটকে গেলেন নিজের স্থান থেকে। একধাপ নিচে নেমে চতুর্থ স্থানে চলে এলেন এই ধনকুবের।

    img 20220906 200306

    রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানিকে পিছনে ফেলে ফ্রান্সের ‘বার্নার্ড আর্নল্ট’ ( Bernard Arnault) এবার দখল করলেন আদানির জায়গা। আরও একধাপ পেছনে ঠেলে দিয়ে তৃতীয় স্থান দখল করলেন এই বিদেশী। হিসাব অনুযায়ী, বার্নার্ড আর্নল্টের ( Bernard Arnault) মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৬ বিলিয়ন ডলার বা তার বেশি।

    অন্যদিকে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ১৪৬ বিলিয়ন ডলার। দুজনের সম্পত্তির পরিমাণের অন্তর ১০ বিলিয়ন ডলার। এই কিছুটা বেশি সম্পত্তির কারণে পিছিয়ে পড়লেন গৌতম আদানি। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বের ধনী ব্যক্তিদের প্রথম স্থানে রয়েছেন, এলন মাস্ক ( Elon Musk), দ্বিতীয় স্থানে রয়েছেন ‘জেফ বেজস’ (Jeff Bezos), এবং দ্বিতীয় স্থানটি দখল করে নিলেন ‘বার্নার্ড আর্নল্ট’।

    img 20220906 200245

    ১৪৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছেন গৌতম আদানি। যদি এশিয়ার কথা বলা হয় তবে, সম্পদের দিক থেকে প্রথম স্থানে অবস্থান করছেন এই ধনকুবের। মুকেশ আম্বানিকেও পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছেন আদানি। এই বিখ্যাত ব্যবসায়ী গৌতম আদানির স্থানচ্যুত হওয়া নিয়ে বেশ জল্পনা শোনা যাচ্ছে।