Skip to content

৩২ হাজার কোটি টাকা প্রতারণা করে পলাতক সুন্দরী ডাক্তার রুজা, খুঁজে দিতে পারলে ঘোষণা করা হল মোটা অংকের পুরস্কার

    img 20220706 213855

    বুলগেরিয়াতে (Bulgaria) বসবাসকারী একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন রুজা ইগনাতোভা (Ruja Ignatova)। সৌন্দর্য্যের পাশাপাশি তিনি ছিলেন খ্যাতনামা একজন চিকিৎসকও (doctor)। এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন উচ্চতায় পৌঁছেছিল বিটকয়েন। আর সেটা জানতে পেরেছিলেন রুজা ইগনাতোভা। এই সম্পর্কে ভালো করে জানার পর বিটকয়েনের বৃদ্ধি এবং এতে প্রাপ্ত অর্থ দেখে খুব মুগ্ধ হয়ে ওয়ানকয়েন (OneCoin) নামে বাজারে তার ক্রিপ্টোকারেন্সি চালু করেন রুজা।

    এরপর মানুষজনকে এই খাতে অর্থ বিনিয়োগের জন্য রাজী করাতে থাকেন। তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে, ওয়ানকয়েন (OneCoin) বিশ্বের সমস্ত ক্রিপ্টোকারেন্সির মধ্যে বৃহত্তম মুদ্রা হিসাবে আবির্ভূত হবে। আর যারাই এই ওয়ানকয়েন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন, তাঁরা অল্প সময়ের মধ্যেই মোটা টাকা রিটার্ন পেয়ে অনেক অর্থের মালিক হয়ে যেতে পারবেন’।

    img 20220706 213810

    এইভাবে নিজের কোম্পানি ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য প্রচুর মানুষকে রাজী করিয়ে তাঁদের থেকে মোটা টাকা আদায় করেন রুজা ইগনাতোভা (Ruja Ignatova)। সেই কারণ বেশ কয়েকজনকে এজেন্সি দিয়ে তাঁদের মাধ্যমে টাকা তুলতে থাকেন রুজা। এই এজেন্টরাও কমিশন পাওয়ার লোভে মানুষের থেকে ওয়ানকয়েনে প্রচুর অর্থ বিনিয়োগের জন্য রাজী করাতে থাকে।

    রিপোর্ট বলছে, ২০১৭ সালে শেষবারের মতো বুলগেরিয়া থেকে গ্রিসে ফ্লাইট নেওয়ার পর আর এখনও অবধি রুজার কোন খবর পাওয়া যায়নি। অনেক চেষ্টা করে রুজাকে খোঁজার পর ব্যার্থ হয়ে এফবিআই মোস্ট ওয়ান্টেড পলাতকদের তালিকায় নাম তুলে দিয়েছে রুজার। সেইসঙ্গে তাঁর নামের পাশে আটটি প্রতারণার মামলাও দয়া হয়েছে। আবার জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়েছে, কেউ যদি রুজার হদিশা দিতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে ১ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে।

    জানিয়ে রাখি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা রুজা ইগনাতোভা (Ruja Ignatova) ২০১৬ সালে এই ওয়ানকয়েন ক্রিপ্টোকারেন্সি শুরু করেছিলেন। সেই সময় তিনি নিজের এই কোম্পানির জন্য লন্ডন থেকে দুবাই পর্যন্ত বেশ কয়েকটি সেমিনার পরিচালনা করতেন। যারাই সেই সেমিনারে অংশ নিতেন, তাঁদের মধ্য দিয়ে রুজা নিজের এই কোম্পানিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। যার ফলে তাঁর কথায় মুগ্ধ হয়ে প্রচুর মানুষ এই কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেন। প্রথমটায় ওয়ানকয়েনের (OneCoin) ব্লকচেইন প্রযুক্তি ছিল না। এরপর ওয়ানকয়েনকে ব্লকচেইনের সাথে সংযুক্ত করার জন্য অনেক চেষ্টা করেও সফল না হওয়ায়, গা সমস্ত অর্থ নিয়ে গা ঢাকা দেন রুজা। তারপর থেকে আজ পর্যন্ত এই সুন্দরী ডাক্তারের আর কোন খবর পাওয়া যায়নি।