Skip to content

সিনেমা মুক্তির জন্য কেন শুক্রবারকেই বেছে নেওয়া হয় জানেন? রইল আসল কারণ

    img 20220713 130945

    প্রতি শুক্রবার করে প্রেক্ষাগৃহে (cinema hall) একটি করে নতুন সিনেমা (movie) মুক্তি পায়। সিনেমাপ্রেমী মানুষজনও শুক্রবারের (friday) অপেক্ষায় গোটা সপ্তাহ তাকিয়ে থাকে। শুক্রবার করে সিনেমাহলের সামনে উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সিনেমাপ্রেমীরা মানুষেরা দল বেঁধে শুক্রবার করে কোন না কোন সিনেমা হলে গিয়ে ভিড় জমায়।

    তবে কখনও কি ভেবে দেখেছেন, কেন শুক্রবার? শুক্রবারেই কেন সিনেমা রিলিজ করা হয়? সপ্তাহে সাতটি দিন থাকা সত্ত্বেও শুক্রবারকেই কেন বেছে নেওয়া হয় সিনেমা মুক্তির জন্য? আর কবে থেকেই বা প্রতি শুক্রবার করে সিনেমা রিলিজ করা হয়? আসুন জেনে নেওয়া যাক-

    img 20220713 131000

    সিনেমা তৈরির পূর্বে কোন একটি শুভ দিন দেখে সিনেমার শুভ মহরৎ করা হয়ে থাকে। সেইদিন সেই সিনেমার সমস্ত কলাকুশলীরা সেখানে উপস্থিত থাকে। সকলের উপস্থিতিতে পুজো করে সিনেমা তৈরির কাজ শুরু করা হয়। তবে সিনেমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে তখন আর সেভাবে কোন ভালো দিনের অপেক্ষা সবসময় করা হয় না। বিশেষ দিন পেলে ভালো, নাহলে শুক্রবারেই (friday) সিনেমা রিলিজ করা হয়।

    এর পেছনে নানা কারণের মধ্যে শোনা যায়, ১৯৩৯ সালের ১৫ ই ডিসেম্বর শুক্রবার হলিউডের প্রথম চলচ্চিত্র (movie) ‘গন উইথ দ্য উইন্ড’ মুক্তি পেয়েছিল। তারপর জানা যায়, ১৯৬০ সালের ৫ ই আগস্ট শুক্রবার ভারতের প্রথম চলচ্চিত্র ‘মুঘল-ই-আজম’ মুক্তি পায়। আর এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তাই এরপর থেকে চলচ্চিত্র নির্মাতারা এই ধারা বজায় রেখে শুক্রবার করেই সিনেমা মুক্তির দিন নির্ধারণ করেন।

    img 20220713 131028

    আসল বিষয়টা হল, কয়েক দশক আগে পর্যন্ত মুম্বাইয়ে শুক্রবার কারখানায় অর্ধেক ছুটির দিন ছিল। যার ফলে শুক্রবার দিন বেশি করে মানুষজন প্রেক্ষাগৃহে (cinema hall) যেতেন। সেই কারণেও কিছুটা ছবি মুক্তির জন্য এই দিনটা বেছে নেওয়া হয়। আবার বর্তমান সময়ের কথা বলতে গেলে, শুক্রবার (friday) ছাড়া অন্যান্য দিনে মাল্টিপ্লেক্স মালিকরা যে স্ক্রিনিং ফি নেয় প্রযোজকের থেকে, তা শুক্রবারে কিছুটা কম থাকে। সেই কারণেও কিছুটা শুক্রবারে সিনেমা (movie) রিলিজ করা হয়।