Skip to content

সর্বদা দেখা যায় মুখে একগাল দাড়ি, জানেন কি কেন দাড়ি কাটেন না সকলের প্রিয় অরিজিৎ সিং!

  বর্তমান সময়ে ফেসবুকের টাইম লাইন থেকে শুরু করে ইউটিউবের স্ক্রলিং- সবেতেই ছড়িয়ে রয়েছেন খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং (arijit singh)। তাঁর গলার যাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। সম্প্রতি সময়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর করা গান ঘুরছে স্যোশাল মিডিয়ায়, আর তা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

  অরিজিৎ সিং-র গলায় এমন এক যাদু আছে, যা মানুষকে কাঁদিয়ে দিতে পারে। তাঁর গলায় আওয়াজ শুনলেই ‘অরিজিতিয়ান’রা পাগল হয়ে যায়। গায়কের একটা সাক্ষাৎকারের জন্য উদগ্রীব হয়ে থাকে তাঁর বিরাট ভক্তকূল। এই মুহূর্তের টলি-বলির প্রায় ৭০ ভাগ সিনেমাতেই অরিজিতের কন্ঠ শোনা যায়। ছবি যেমনই হোক, সেই ছবিতে অরিজিৎ সিং-র গান থাকলে, সেই গান সুপার ডুপার হিট হয়ে যায়।

  তবে এই ভক্তের কাছে ভগবান স্বরূপ মানুষটি কিন্তু খুব সাদামাটা জীবন যাপন করেন। মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ আজও সেই প্রথম দিনের মতই মাটির মানুষ। আজও তাঁকে কখনও বাজার করতে, আবার কখনও হাওয়াই চটি পায়ে, চটকানো ট্রাউজার আর টি-শার্ট গায়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আর সর্বদা তাঁর মুখে লেগে থাকে এক স্মিত হাসি এবং এলোমেলো চুল আর মুখে একগাল দাড়ি।

  লক্ষ্য করলে দেখবেন, অরিজিৎ সিং (arijit singh) কিন্তু দাড়ি খুব একটা কাটেন না। তাঁকে দাড়ি কাটা অবস্থায় খুব কম মানুষই দেখে থাকবেন। কিন্তু সকলের প্রিয় এই মানুষটি কেন দাড়ি কাটেননা, তা শুনলে অবাক হবেন। তিনি কি অসম্ভব ব্যস্ত বলে দাড়ি কাটার সময় পান না, নাকি অন্য কোন কারণ রয়েছে!

  কিছুদিন আগেই কপিল শর্মার শোতে গিয়েছিলেন অরিজিৎ সিং (arijit singh)। আর সেখানেই শো হোস্ট কপিল শর্মা অরিজিতকে জিজ্ঞাসা করেন, কেন দাড়ি কাটেন না তিনি? চূড়ান্ত ব্যস্ততাই কি এর জন্য দায়ী?

  উত্তরে কোন রাখঢাক না করেই অরিজিৎ সিং বলেন, ‘এই বিষয়টা একটা সিক্রেট। আসলে আমি মুম্বাইয়ে দাড়ি কাটি না, কারণ ওখানে দাড়ি কাটতে অনেক টাকা নিয়ে নেয়’।

  এ বিষয়টা থেকেই বুঝতে পারবেন এতোবড় মাপের গায়ক হয়েও, বিন্দুমাত্র অহংকার নেই অরিজিৎ সিং-র। যেখানে বাংলায় ৪০-৫০ টাকার দাড়ি কাটা হয়ে যায়, সেখানে মুম্বাইয়ে ১৫০-২০০ টাকা খরচ করে দাড়ি কাটতে একদমই চান না অরিজিৎ সিং। আর এই কথাটা একজন ছাপোষা বাঙালির মত করেই সাধারণ ভাবেই বললেন তিনি।