Skip to content

জানেন কি একটা ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? সত্যিটা অবাক করার মতো

    img 20230420 100009

    বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতের সবথেকে বড় স্টার হিসাবে গণ্য করা হয় টলি অভিনেতা বুম্বা-দা অর্থাৎ “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়”কে (Prosenjit Chatterjee)। এককথায় তিনি নিজেই যেন একটা ফিল্ম জগত। সেই ছোট বয়স থেকে আজ অবধি কয়েক শো হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের।

    img 20230420 100023

    গোটা দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। একটা সময় গোটা টলিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বুম্বাদা। দিয়েছিলেন একের পর এক হিট চলচ্চিত্র উপহার। ঋতুপর্ণা থেকে কোয়েল, প্রায় সব জেনারেশনের অভিনেত্রীদের সঙ্গেই স্ক্রীন শেয়ার করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে।

    img 20230420 100039

    উত্তম কুমার পরবর্তী সময়ে বাংলা সিনেমাকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি একমাত্র পথ নির্দেশক বলেও মনে করা হয়। তাঁর সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র মানেই তা সুপারহিট। আজকের দিনেও, বুম্বাদা যে চলচ্চিত্রে থাকে, তা প্রথম দিনেই হাউসফুল হয়ে যায়।

    আট থেকে আশি, সব বয়সের ফ্যান রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তবে টলি পাড়ায় কান পাতলে শোনা যায়, তাঁর নাকি তিনটে বিয়ে। তবে সেসব বিষয়কে কোনদিনই বেশি আমল দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বর্তমান সময়ে স্ত্রী অর্পিতা এবং ছেলে তৃষাণজিৎকে নিয়ে সুখে সংসার করার পাশাপাশি নিজের কেরিয়ারের দিকেও ফোকাস করছেন।

    img 20230420 100304

    তবে এবার জেনে নিন, এক একটি চলচ্চিত্র করার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রিপোর্ট বলছে, এক একটি চলচ্চিত্রের জন্য নাকি প্রায় ৮৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বুম্বাদা। যদিও এই রিপোর্ট বেশ পুরোনো, তবে তাঁর বর্তমান পারিশ্রমিকের পরিমাণ এখনও জানা যায়নি।