Skip to content

বাংলায় প্রবাদ আছে যে, ‘দুধ কলা দিয়ে কালসাপ পোষা’, তবে সাপ কি সত্যিই দুধ খায়? জেনে রাখুন সঠিক তথ্য

    img 20230115 192537

    বাংলায় প্রচলিত একটি প্রবাদ আছে, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’। প্রবাদটি অনেক পুরাতন এবং বহু মানুষ এটিকে ব্যবহার করে থাকেন অনেক ক্ষেত্রে। কখনোবা কোন পাত্র থেকে সাপে’র দুধ খাওয়ার দৃশ্য দেখা যায়। তবে মূল বিষয়টি হলো সাপ কি সত্যিই দুধ পান করে? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এই বিষয়কে নিয়ে বৈজ্ঞানিকরা কি তথ্য প্রদান করছেন।

    img 20230115 192656

    সাপ মূলত এমন একটি প্রাণী, যাকে দেখলে যে কেউ আতকে ওঠেন বা ভয় পান। সমাজের এই সরীসৃপ প্রাণীটি কখনো কখনো খুবই ভয়ংকর বা কারোর মৃত্যুর কারণ হতে পারে। সাধারণত সাপ শীতল রক্তের প্রাণী। তারা জল পান করে কিন্তু দুধ নয়। বিজ্ঞান বলছে একমাত্র স্তন্যপায়ী জীবদেরই দুধ খাওয়ার প্রবণতা থাকে। যেটা সরীসৃপ প্রাণীদের প্রয়োজন হয় না।

    গবেষণা যা বলছে তাতে, দুধ হজম করতে যে উপাদানটি প্রয়োজন হয়, সাপের পাকস্থলিতে সেই উপাদানটি থাকে না, অর্থাৎ সাপ কখন দুধ খেয়ে হজম করতে পারে না। তবে কোন ক্ষেত্রে দেখা যায় যে সত্যিই সাপ দুধ পান করছে। কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অন্য রহস্য। অনেক সাপুড়েকে দেখা যায়, সাপ খেলা দেখানোর সময় সাপকে দুধ পান করাতে।

    img 20230115 192742

    তবে এই বিষয়ে বৈজ্ঞানিকরা যেটা বলছেন, সাপকে দীর্ঘদিন যাবত জল না খাইয়ে রাখলে এটা সম্বভ। কারণ দীর্ঘ সময় যাবত সাপকে জল পান করতে না দিলে, সে যথারীতি যে কোন তরল পদার্থ জল ভেবে পান করে নেয়। সাধারণত এই পদ্ধতি অবলম্বন করেই সাপুরেরা সাপ’দের দুধ পান করায়। অন্যথায় সাপ দুধ পান করে না। দুধ তাদের জন্য অপ্রয়োজনীয়।