Skip to content

ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৫ রকমের গাছ, নাহলে বাড়িতে ডেকে আনবে ঘোর অমঙ্গল

    img 20220711 201506

    ‘একটি গাছ (tree), একটি প্রাণ’, ছোট থেকে এই বাক্যটির সঙ্গে পরিচয় হয়নি, এমন মানুষ নেই। ছোট বয়স থেকেই সকলকে পরিবেশকে ভালোবাসতে, গাছ লাগানোর উপকারীতা শেখানো হয়। বিভিন্ন সময় দেখা যায়, রাস্তার ধারে বিভিন্ন রকমের গাছ (tree) লাগানোর ছোট খাটো অনুষ্ঠানও অনেকে করে থাকেন। সেরকমই বাড়িতেও অনেকে নানারকম গাছপালা লাগিয়ে থাকেন। যার ফলে বাড়ি ঠান্ডাও থাকে এবং পরিবেশ বান্ধবও হওয়া যায়। তবে এমন কিছু গাছ (tree) আছে, যা একেবারেই বাড়িতে লাগানো ঠিক নয়। আসুন জেনে নেওয়া যাক-

    img 20220711 190741

    কাঁটাযুক্ত গাছ (Thorny trees)- বাস্তুশাস্ত্র বলছে কাঁটাযুক্ত গাছ থেকে আশে পাশে অনেক নেগেটিভ শক্তি প্রবাহিত হয়। যার ফলে সম্পদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, এমনকি পরিবারের স্বচ্ছলতায়ও বাঁধা দেয়। সেই কারণে বাস্তু মতে বাড়ির আশেপাশে কোন প্রকার কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়।

    img 20220711 190722

    আমলা গাছ (Indian gooseberry tree)- আমলা গাছ বাড়িতে থাকলে পরিবারের উত্তেজনা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। সেইসঙ্গে পরিবারের স্বচ্ছলতাও ক্ষতিগ্রস্থ হয় এমনটা বলছে বাস্তুশাস্ত্র। সেই কাড়নে বাড়িতে এই গাছ লাগানো উচিত নয়।

    img 20220711 190542

    বাবলা গাছ (Gum arabic tree)- বাবলা গাছও কাঁটাযুক্ত হওয়ায় বাস্তু মতে, এই গাছ বাড়ির চারপাশে নেগেটিভ শক্তির প্রবাহিত করে। সেই কারণে এই গাছ বাড়িতে লাগানো ঠিক নয়।

    img 20220711 190706

    লেবু গাছ (Lemon tree)- অনেকেই দেখা যায় শখ করে বাড়িতে লেবু গাছ লাগিয়ে থাকেন। তবে বাড়তে লেবু গাছ লাগিয়ে থাকলে, এখনই তা তুলে ফেলুন। লেবু গাছ যে বাড়িতে থাকে, সেই বাড়ির পারিবারিক টানাপোড়েন এবং উত্তেজনা বৃদ্ধি পায়।

    img 20220711 190559

    কুল গাছ (Indian jujube tree)- আবার কুল গাছও কাঁটাযুক্ত হওয়ায় এই গাছও বাড়িতে রাখা অশুভ বলেই মনে করা হয়। বাস্তু মতে, এই গাছ বাড়িতে থাকার ফলে লক্ষ্মী দেবী অসুখী হয়ে সেই বাড়ি থেকে চলে যাওয়ার ফলে সেই পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading