রহস্যে ভরা এই পৃথিবীতে একদিকে যেমন অদ্ভুত সব জিনিস দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই অন্যদিকে আজব আজব সমস্ত ঘটনাও ঘটতে দেখা যায়। এবারে এক অদ্ভুত ঘটনার খবর এল প্রতিবেশী দেশ পাকিস্তান (pakistan) থেকে। যেখানে বন্ধুকে ছেড়ে না থাকতে পারার কারণে, নিজের স্বামীর সঙ্গেই বন্ধুর (friend) বিয়ে দিয়ে ঘরে তুললেন এক মহিলা।
পাকিস্তান থেকে প্রায়শই নানারকম মজাদার খবর প্রকাশ্যে আসে। অনেক সময় সেখানে অল্প বয়সী মেয়েদের বেশি বয়সী পুরুষদের সঙ্গে বিয়ে দিতেও দেখা যায়। কিন্তু তাই বলে, বন্দুর সঙ্গে স্বামীর বিয়ে? শুধু তাই নয়, তাঁরা এক ছাদের তলাতেই সুখে সংসারও করছেন।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মুজাফফরগড়ে। এই এলাকাতেই থাকতেন শাহনাজ ও নূর। একই এলাকায় থাকতে থাকতে তাঁদের মধ্যে বেশ সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এরপর হঠাৎ একদিন পেশায় দর্জি এজাজের সঙ্গে বিয়ে হয়ে যায় শাহনাজের। বন্ধু শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর, তাঁকে ছেড়ে থাকতে না পেরে সেখানে পালিয়ে যান অন্য বন্ধু নূর। তাঁদের মধ্যে প্রায়ই দেখা হত, গল্প হত। কিন্তু একে অন্যকে ছেড়ে কিছুতেই থাকতে পারছিলেন না।
এই অবস্থায় দুই বন্ধু মিলে এক দুর্দান্ত উপায় বের করে। নিজের স্বামীর সঙ্গেই বন্ধু নূরের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শাহনাজ। এই বিষয়ে স্বামী এজাজকে জানাতে, সেও কোন আপত্তি করে না। তারপরই নিজের স্বামীর সঙ্গে ধুমধাম করে বন্ধুর বিয়ে দেন শাওহনাজ। এমনকি তাঁরা এখন একই বাড়িতে সুখে সংসারও করছেন। জানিয়ে রাখি, ইতিমধ্যেই শাহনাজ দুই সন্তান এবং নূর এক সন্তানের জন্মও দিয়েছেন।