Skip to content

দিদি তো স্ক্রিনে ন্যাকামিই করে, কেন এমনটা বললেন ‘মিঠাই’ ধারাবাহিকের ঐন্দ্রিলার বোন!

    img 20220630 145433

    জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’এ সিডের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঐন্দ্রিলা সাহাকে (oindrila saha)। ধারাবাহিকে নিপার চরিত্রে দর্শকদের মনে বেশ ভালোই জায়গা করে নিয়েছেন ঐন্দ্রিলা সাহা। ধারাবাহিকে প্রথমে রাতুলের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হলেও, সেই বিয়ে ভেঙ্গে যাওয়ার পর সিডের বন্ধু পুলিশ অফিসার রুদ্রদার প্রেমে হাবুডুবু খাচ্ছে নিপা।

    তবে পর্দায় নিপার এই অভিনয় দর্শকদের ভালো লাগলেও, তাঁর পরিবারের সদস্যদের কাছে কেমন লাগে ঐন্দ্রিলা সাহার এই অভিনয়? এমনতাই প্রশ্ন করা হয়েছিল ঐন্দ্রিলা সাহার বোনের কাছে। আর উত্তরে বোন ঐন্দ্রাক্ষী জানান, ‘দিদি তো পুরো ন্যাকামী করে।’

    img 20220630 145455

    স্যোশাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিয়ে ট্রোল কোন নতুন বিষয় নয়, তবে নিজের বোনের থেকে এমন কমেন্ট শুনে নিজেই হেসে মুখ ঢেকে নিলেন ঐন্দ্রিলা সাহা (oindrila saha)।

    কিছুদিন আগেই জি বাংলার আরও এক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ বোনকে নিয়ে খেলতে এসেছিলেন বর্তমান ধারাবাহিকের জনপ্রিয় চরিত্ররা। যার মধ্যে ছিলেন ‘মিঠাই’ ধারাবাহিকের নিপাও। বোন ঐন্দ্রাক্ষী সাহাকে নিয়ে সেদিনের মঞ্চে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা সাহাও (oindrila saha)।

    img 20220630 145509

    সেখানেই শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি ঐন্দ্রাক্ষীর কাছে দিদি ঐন্দ্রিলাও অভিনয় কেমন লাগে জানতে চাইতেই উওরে ঐন্দ্রাক্ষী জানান, ‘এত্ত ন্যাকামি। ও তো এখানে ন্যাকামিই করে।’ এমনটাই বলেন ঐন্দ্রাক্ষী। আর বোনের এই উত্তর শুনে হাত দিয়েই নিজের মুখ ঢেকে নেন ঐন্দ্রিলা। অন্যদিকে হো হো করে হেসে ওঠেন শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জিও।

    এখানেই শেষ নয়, এদিনের অনুষ্ঠানে বোন সুলগ্না দাঁকে নিয়ে উপস্থিত ছিলেন ‘পিলু’ ধারাবাহিকের পিলু অর্থাৎ মেঘা দাঁ। সঞ্চালিকা রচনা ব্যানার্জি দিদির কাজকর্ম সম্পর্কে বোনের কাছে জানতে চাইতেই সুলগ্না জানান, ‘বাড়িতে কিছুই পারে না। ওই লবডঙ্কা বলতে পারো’। কিন্তু বোনের উত্তর শুনে সেখানে আপত্তিও জানান পিলু। অন্যদিকে বোনের উত্তর শুনে আবারও হেসে ওঠেন রচনা ব্যানার্জি।