সম্প্রতি বড়দিনে জোড়া সেলিব্রেশনে মেতেছিল অধিকারী পরিবার। একদিকে যীশু খ্রীস্টের জন্মদিন এবং অন্যদিকে একই সঙ্গে পরিবারের ছেলে সাংসদ-অভিনেতা দেবের (dev) জন্মদিন। তবে রিপোর্ট বলছে, প্রায় প্রতিবছরই দেবের জন্মদিন অর্থাৎ ২৫ শে ডিসেম্বর বড়দিনের আশেপাশে মুক্তি পায় দেব অভিনীত ছবি। আর এবছরও তাঁর ব্যতিক্রম হল না। এবছর ২৩ শে ডিসেম্বর মুক্তি পেল মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, দেব এবং শ্বেতা অভিনীত চলচ্চিত্র ‘প্রজপতি’।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে, দেব বলেন ‘আমি এসবে বিশ্বাস করি না। আমার হাতে দেখেবন কোন আংটিও নেই। মানুষের সঙ্গে ভালো ব্যবহারে আমি বিশ্বাস করি। আগে মানুষের জুতো দেখে, পারিপার্শ্বের মানুষ দেখে বিচার করা হত, আর এখন দেখা হয় মানুষের ব্যবহার। আমার ব্যবহারই হল আমার পরিচয়’।
‘প্রজাপতি’ চলচ্চিত্রে একই ফ্রেমে দেখা গিয়েছে দেব এবং মিঠুন চক্রবর্তীকে। তবে এর আগে ‘হিরোগিরি’ চলচ্চিত্রে একসঙ্গে দেখার পর এবার আবারও একই ফ্রেমে দুই প্রজন্মের দুই সুপারস্টার। এবিষয়ে দেব বলেন, ‘বাবা তখন মুম্বাইয়ে ব্যবসা করতেন। তখন থেকেই সিনেমার সেটে মিঠুনদার সঙ্গে দেখা হয়। আর সেই সময় থেকেই উনি আমাকে স্নেহ করতেন। সিনেমার সেটের গল্প, ওনার প্রেমের গল্প, অনেক স্পেস দিয়েছেন আমাকে’।
নিজে এই স্পেস পেলেও, পরবর্তী প্রজন্মের অভিনেতাদের এই স্পেস দেবেন কিনা, এবিষয়ে দেব বলেন, ‘এই ব্যাপারটা তো আমার জুনিয়াররা বলতে পারবেন। আমি যেটা পাই, সেতাই অদের দেব। বড়দের থেকে অনেক ভালোবারা পাই’।
চলচ্চিত্রে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়া নিয়ে নানা সময়ে নানারকম কথা ওঠা নিয়ে দেব বলেন, ‘অনেক দিন ধরেই নতুন মুখ খোঁজা হচ্ছিল। অতনুদা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করার পর শ্বেতা বেছে নেওয়া হয়। খুবই ভালো অভিনেত্রী শ্বেতা’।