শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ হলেও, কিছু মানুষ সেইদিকেই আগ্রহী হয়। তবে বেশিরভাগ মানুষ তাঁদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসের (post office) দারস্থ হয়। নিজেদের সঞ্চিত অর্থ ব্যাংক কিংবা পোস্ট অফিসে (post office) জমা রেখেই সুরক্ষিত মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে সেই সকল গ্রাহকদের জন্য ৫ টি দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস (post office)। যেখানে আপনি অর্থ নিরাপদে রাখার পাশাপাশি পাবেন লাভজনক রিটার্নও।
সুকন্যা সমৃদ্ধি যোজনা- এই স্কিমে সর্বনিম্ন ২৫০ টাকা বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। কন্যা সন্তানের বয়স ১০ হওয়ার আগে এই প্রকল্প শুরু করতে পারবে তাঁর পরিবারের লোকজন। এক্ষেত্রে সুদের হার থাকছে ৭.৬ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট- এক্ষেত্রে অর্থ বছরে বিনিয়োগ করলেও সুদ দেওয়া হয় কোয়ার্টারলি। ১ থেকে ৫ বছরের জন মাত্র ১০০০ টাকা দিয়েই এই প্রকল্প চালু করা যেতে পারে। ৫ বছরের জন্য বিনিয়োগে সুদ পাওয়া যাবে ৬.৭০ শতাংশ এবং ১ থেকে ৩ বছরের জন্য এই সুদের হার থাকে ৫.৫০ শতাংশ।
মান্থলি ইনকাম স্কিম- মাসে মাসে ১০০০-এর গুণিতক আকারের রিটার্ন পেতে পারবেন এই স্কিমে। সিঙ্গেল অ্যাকাউন্ট গ্রাহকরা এই স্কিমে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সুদের হার থাকছে ৬.৬ শতাংশ।
রেকারিং ডিপোজিট- পোস্ট অফিসের বহুল ব্যবহহৃত এবং জনপ্রিয় একটি স্কিম হল রেকারিং ডিপোজিট যেখানে কোয়ার্টারলি সুদের হার ৫.৮%। সিঙ্গেল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে এই প্রকল্প শুরু করা যায়।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন গ্রাহক, যেখানে সুদের হার থাকছে ৬.৮ শতাংশ।