Skip to content

হারিয়ে গিয়েছেন বিটাউনের গ্ল্যামার থেকে, দিয়েছিলেন একের পর এক হিট ছবি

    বলিউড ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ড, এই জগতের খুবই পরিচিত ছন্দ কখনো হিট তো কখনো ফ্লপ। ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেতা-অভিনেত্রীদের রাজত্ব করতে দেখা যায়, কিন্তু সময়ের সাথে কে যে কখন এই জগত থেকে হারিয়ে যায় তা বোঝো দুষ্কর। আলোচ্য বিষয়, বলিউড ইন্ডাস্ট্রি এমনই কয়েকজন প্রতিভাবান তারকাদের সম্পর্কে, যারা ক্যারিয়ারের শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েও, হটাৎ করে লুপ্ত হয়ে গেছেন ইন্ডাস্ট্রি থেকে।

    গ্রেসি সিং

    লাগান , মুন্নাভাই এম বি বি এস, গঙ্গাজল এর মত একাধিক বলিউড সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল গ্রেসিকে। হঠাৎই তাকে অভিনয় জগৎ থেকে সরে যেতে দেখা যায়। যদিও এর পেছনে আসল কারণ এখন স্পষ্ট নয়।

    উপেন পাটেল

    ২০১৬ সালে ‘৩৬ চায়না টাউন’ (36 Chaina town) ছবির মাধ্যমে বলিউডে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় উপেনের। আজব ‘প্রেম কি গজব কাহানি’ ও ‘নমস্তে লন্ডন’ এর মত জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু পরবর্তীতে টিভি শো’এ দেখা গেলেও, বলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি।

    আসিন

    বলিউড ও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী আসিন। গাজনি সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এছাড়াও তিনি বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন। হঠাৎ তিনি ২০১৬ সালে মাইক্রোম্যাক্স কম্পানির মালিক রাহুল শর্মা কে বিবাহ করেন। বিয়ের পর আসিনকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

    রজত বারমেজা

    এই তরুণ অভিনেতা ২০১০ সালে ‘উড়ান’ ছবির মাধ্যমে পা রেখেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তার দুর্দান্ত অভিনয় ভালই সাড়া ফেলেছিল দর্শক মহলে। বলিউডে তাঁর ক্যারিয়ারের শুরুটা বেশ ভালই ছিল। কিন্তু পরবর্তীতে ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মে ছাড়া তাকে বলিউড জগতে খুঁজে পাওয়া যায়নি।

    প্রাচী দেশাই

    বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দেশাই। ছোট পর্দায় একতা কাপুরের সিরিয়াল দিয়ে অভিষেক হয় প্রাচীর। এরপর ২০০৮ সালে ‘রক অন’ ছবির মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু হয় তার। ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই এবং বোল বচ্চন’এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বেশ কিছুদিন যাবৎ তাকে ইন্ডাস্ট্রি ও পর্দায় দেখা যায়নি।