Skip to content

পরপর বিগ বাজেটের 3 টি ছবি ফ্লপ, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন পূজা হেগড়ে

    সাউথের চলচ্চিত্র দুনিয়ার অন্যতম একজন বিখ্যাত অভিনেত্রী হলেন পূজা হেগড়ে (Pooja Hegde)। দক্ষিণের আল্লু অর্জুন, প্রভাস থেকে শুরু করে বলিউডের ঋত্বিক রোশন, সলমন খানের সঙ্গে একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সেইসঙ্গে বেশকিছু আঞ্চলিক ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে (Pooja Hegde)।

    নিজের দীর্ঘ ৮ বছরের অভিনয় জীবনে একের পর এক সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’, ‘DJ’ সহ একাধিক ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দুর্দান্ত অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি সময়ে তাঁর কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় কিছুটা সমস্যায় পড়েছেন পূজা হেগড়ে (Pooja Hegde)। সেই কারণে আবারও নতুন করে শুরু করতে হচ্ছে পূজাকে।

    যে কোন অভিনেতা অভিনেত্রীর জীবনেই ওঠাপড়া থাকে। সেরকমই অভিনেত্রী পূজার বেশকিছু ছবি ফ্লপ হলেও, একাধিক ব্লকবাস্টার ছবিও দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ এই হিন্দি ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল পূজাকে। অন্যদিকে দক্ষিণের স্টার বিজয়ের সঙ্গে ‘বিস্ট’, আবার প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ ছবিতে অভিনয় করেছেন পূজা।

    জানা যায়, হরিশ শঙ্কর পরিচালিত এবং পবন কল্যান অভিনীত ছবি ‘ভাবদেইদু ভগত সিং’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয়ের কথা থাকলেও, শিডিউল অ্যাডজাস্ট না করতে পারায় এই ছবি থেকে সরে দাঁড়ান পূজা। এছাড়াও ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সার্কাস’, যেখানে পূজার সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে।

    আবার, মহেশ বাবুর বিপরীতে ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবিতেও দেখা যাবে পূজা। তবে কিছু ছবি মুখ থবড়ে পড়লেও, এখনও দুটো বিগ বাজেটের ছবি রয়েছে পূজার হাতে।