Skip to content

বক্স অফিসে ফ্লপ হয়েও দর্শক মহলে আজও হিট এই ৫ বলি কমেডি সিনেমা

  img 20220628 175233

  কমেডি সিনেমা বলতেই মানুষ বোঝে হাসি, মজা, আনন্দ সহকারে যে ছবি মানুষকে দুঃখ নয়, শুধুই আনন্দ দেবে। তবে অনেক সময় এমন অনেক কমেডি সিনেমা থাকে যা হয়ত মুক্তির পর কাঁপাতে পারেনি বক্স অফিস, কিন্তু আজও যদি সেই ছবি টিভিতে দেয়, তা থেকে চোখ ফেরাতে পারেন না দর্শকমহল।

  img 20220628 174211

  দাউদ (Daud)- রাম গোপাল ভার্মা পরিচালিত সঞ্জয় দত্ত, উর্মিলা মান্তোদকার, পরেশ রাওয়াল, মনোজ বাজপেয়ী, আশিস বিদ্যার্থী এবং নীরা ভোরা অভিনীত এই ক্রাইম-কমেডি কম্বো ছবিটি আপনাকে প্রথম থেকে শেষ অবধি হাসিয়ে ছাড়বে। কিন্তু মুক্তির পর এই ছবি ভালো ব্যবসা দিতে না পারলেও, বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা রয়েছে এই ছবির।

  img 20220628 174145

  জানে ভি দো ইয়ারো (Jaane Bhi Do Yaaro)-  নাসিরুদ্দিন শাহ, রবি ভাসওয়ানি, ওম পুরি, পঙ্কজ কাপুর এবং সতীশ শাহ অভিনীত এই ছবি ১৯৮৩ সালে মুক্তি পেলেও সেইসময় একেবারেই দর্শকদের হলমুখী করতে পারেনি। তবে বর্তমান সময়ে টিভিতে এই ছবি দিলেই, দর্শকদের চোখ আটকে যায়।

  img 20220628 174127

  আঁখিও সে গোলি মারে (Akhiyon Se Goli Maare)- হরমেশ মালহোত্রা পরিচালিত বলি অভিনেতা গোবিন্দা অভিনীত এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিরলতম একটি ছবি। কিন্তু সেইসময় দর্শকদের হলমুখী করতে পারেনি এই ছবি।

  img 20220628 174111

  আন্দাজ আপনা আপনা (Andaz Apna Apna)- আমির খান, সালমান খান, রাভিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, পরেশ রাওয়াল অভিনীত এই ছবি বর্তমান সময়ে দর্শক মহলে বেশ জনপ্রিয় হলেও, মুক্তির পর রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

  img 20220628 174055

  সানডে (Sunday)- ২০০৮ সালে রোহিত শেঠি পরিচালিত এবং অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, ইরফান খান এবং আয়েশা টাকিয়া অভিনীত রহস্য-কমেডি এই ছবি সেইসময় ভালো সাড়া না ফেলতে পারলেও, বর্তমানে ব্যাপক জনপ্রিয় এই ছবি।