তারকাদের জীবন ওপর থেকে দেখতে যতোটা সুন্দর লাগে, ভেতর থেকে ঠিক তার উল্টোটাই হয়। সব সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন ঝলমলে আলোর মত রঙিন হয় না। কারো ভেতরে জমে থাকে অনেক অন্ধকার, বেদনা, দুঃখ।
তবে বিটাউনের গ্ল্যামার, লাইটস, ক্যামেরা, অ্যাকশন পেরিয়ে সেইসব দুঃখের কাহিনী দর্শকদের সামনে এসে পৌঁছায় না। অনেক ঘটনাই সেই তারকার চার দেওয়ালের মধ্যেই আটকে যায়। এমন অনেক নামকরা সেলিব্রিটি আছেন, যারা একটা সময় কাঁপিয়েছে বক্স অফিস, কিন্তু আজ তাঁদের পরণতি ভীষণই করুন।
গীতাঞ্জলি নাগপাল (Geetanjali Nagpal)- সুস্মিতা সেনের সময়কার জনপ্রিয় মডেল এবং অভিনেত্রীও ছিলেন গীতাঞ্জলি নাগপাল। মডেলিংর জগতে সুস্মিতা সেনের সঙ্গেও র্যাম্প ওয়াক করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে কাজের সূত্রেই একবার গিয়েছিলেন জার্মানি। আর সেখানে গিয়ে একজনের সঙ্গে সম্পর্ক শুরু হয় এবং তাঁকে বিয়েও করেন।
কিন্তু তাঁদের ডিভোর্স হয়ে যাওয়ার পর গোয়ায় এসে মদ্যপানের মধ্যে সারাদিন ডুবে থাকতেন গীতাঞ্জলি নাগপাল। যেকারণে নানারকম অদ্ভুত আচরণও করে দেখা গিয়েছিল তাঁকে। একবার রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষাও করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
পারভীন ববি (Parveen Babi)- অমিতাভ বচ্চন থেকে শুরু করে শশী কাপুর, ৭০ ও ৮০ দশকে বলিউডের হিট এবং গ্লায়ামারস অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পারভীন ববি। চলচ্চিত্রের পর্দায় সর্বদা প্রাণোচ্ছল দেখতে লাগলেও, এই অভিনেত্রীর শেষ জীবনটা অনেক করুন ছিল।
ঘনঘন ব্রেকাপ থেকে অত্যাধিক মদ্যপান, যা তাঁকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছিল। শুধু তাই নয়, একাকীত্ব আর মাদকাসক্তির কারণে সিজোফ্রেনিয়া নামক এক মানসিক রোগেও আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে ধারণা করা হয় ২০০৫ সালের ২০ শে জুন মারা যান এই অভিনেত্রী।
সুলক্ষণা পণ্ডিত (Sulakshana Pandit)- বিনোদন দুনিয়ার একজন খ্যাতনামা গায়িকা ছিলেন সুলক্ষণা পণ্ডিত। একাধিক ছবিতে তাঁর গান শোনা গিয়েছিল। কেরিয়ারের মাঝেই প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমারকে ভালোবাসতে শুরু করলেও, তাঁর সেই প্রেম ছিল একতরফা। যার ফলে সেই দুঃখে মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছিলেন তিনি, খরচ করেছিলেন অনেক অর্থও। তবে এই গায়িকাকে অনেকে নাকি মুম্বাইয়ের একটি মন্দিরের বাইরে ভিক্ষা করতে দেখেছেন।
স্যাভি সিধু (Savi Sidhu)- গুলাল, পাতিয়ালা হাউস এবং স্টুপিডিয়ার মতো অসাধারণ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন স্যাভি সিধু। কিন্তু আচমকাই তাঁর মার্কেট পড়ে যায়, হাতে কোন সিনেমা ছিল না। যে কারণে সংসার চালাতে তাঁকে হাউজিং সোসাইটিতে প্রহরীর কাজও করতে হয়েছে।
সীতারাম পাঞ্চাল (Sitaram Panchal)- পিপলি লাইভ এবং পান সিং তোমারের মতো দুর্দান্ত ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করলেও, কেরিয়ারের মাঝেই অসুস্থ হয়ে পড়েন সীতারাম পাঞ্চাল। আর নিজের চিকিৎসা করতে গিয়ে আর্থিক ভাবে দুর্বল হওয়ার কথা স্যোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। তবে ২০১৭ সালে অসুস্থতার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।