Skip to content

চাকরীতে টিকল না মন, দুর্দান্ত আইডিয়া মাথায় নিয়ে আজকের দিনে ২২ হাজার কোটির কোম্পানি খুলেছেন দীপ কার্লা

    ১৯৮৭ সালে দিল্লীর সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন দীপ কার্লা (Deep Kalra)। এরপর উচ্চশিক্ষার জন্য আহমেদাবাদ যান তিনি। সেখান থেকে আইআইএম আহমেদাবাদ থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি লাভ করেন।

    পড়াশুনা শেষ করে ব্যাকিং সেক্টরে প্রথম কাজ শুরু করেন দীপ কার্লা (Deep Kalra)। প্রায় ৩ বছর তিনি ABN AMRO ব্যাংকে কাজ করেন। এরপর আমেরিকান কোম্পানি AMF Bowling-এ যোগ দেন। আর সেখানে যুক্ত হয়ে AMF Bowling Inc. কে ভারতে আনার দায়িত্ব নেন তিনি।

    সেইসময় আমেরিকান কোম্পানি বোলিং অ্যালির জন্য ভারতে বিনিয়োগ বাড়ানো একটি কঠিন কাজ ছিল। কিন্তু সেখানেও দক্ষতার সঙ্গে কাজ করেন ৪ বছর। কিন্তু সেই চাকরীতে তাঁর মন টিকল না। নিজে কিছু করার অভিপ্রায়ে চাকরী ছেড়ে এমএফ বোলিং-এর মতো নিজের ব্যবসা শুরু করার চেষ্টা করেন তিনি।

    ১৯৯৯ সালে যোগ দেন জেই ক্যাপিটালে। যোগ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বড় ব্যবসা করার পরিকল্পনা করেন তিনি। ভারতীয় পর্যটন শিল্প নিয়েও পড়াশোনা করার সময় দীপ কার্লা (Deep Kalra) দেখেছিলেন আমাদের দেশে অনলাইন ভ্রমণের টিকিট বুক করা হয় না। এই বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেই ২০০০ সালে একটি অনলাইন টিকিট বুকিং পরিষেবা শুরু করার জন্য ‘MakeMyTrip.com’ ওয়েবসাইট চালু করেন তিনি।

    রাতারাতি এই ওয়েবসাইট ব্যাপকহারে জনপ্রিয় হয়ে ওঠে। মানুষজন সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ভ্রমণের পরিকল্পনা করতে সক্ষম হন। শুধুমাত্র টিকিট নয়, সেইসঙ্গে ফ্লাইট টিকিট, হোটেলগুলিও অনলাইনে এই পদ্ধতিতে বুকিং করা শুরু হয়।

    সহজেই ‘MakeMyTrip’র মাধ্যমে মানুষজন তাঁদের ছুটির প্যাকেজগুলি অনলাইনে বুক করা শুরু করেন। ভারতের প্রায় ৪৭ টি শহরে ৫১ টি খুচরো দোকান চালাচ্ছে এই ‘MakeMyTrip‘। তবে ভারতে প্রথম দিকে ভালো সাড়া না পেলেও, বর্তমানে এই সংস্থায় হাজার হাজার মানুষ কাজ করছেন। মানুষের ভালোবাসার আজকের দিনে এই কোম্পানি অনেক বড় হয়েছে।