প্রায় প্রত্যেকেই মানে সেলিব্রেটি বা তারকাদের জীবনযাত্রা খুবই ব্যয়বহুল। তাদের বিলাসবহুল জীবনে অত্যাধুনিক সব রকম সুযোগ-সুবিধা বিদ্যমান। এক কথায় বলতে গেলে সেলিব্রেটি মানেই লাক্সারি লাইফ। কিন্তু এই বিলাসিতার মাঝেও লুকিয়ে রয়েছে অনেক সমস্যা। তারকাদেরও অনেক সময় জীবনের কঠিন ও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাদের।
সম্প্রতি বলিউডের এক জনপ্রিয় অভিনেতাকে একই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। বলিউডের ভাইজান সালমান খান’কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে কারণে তার নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে। এই নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি বিদেশ থেকে বুলেট প্রুফ গাড়ি অর্ডার করে দেশে এনেছেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, এই বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি ভারতে পাওয়া যায় না। এই গাড়িটি বিশ্বের নির্দিষ্ট কিছু দেশেই পাওয়া যায়। আর গাড়িটি সালমানের কাছে আসার পর এই গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তবে, তার সঙ্গে ওয়াই র্যাঙ্কের নিরাপত্তাও ছিল।
মুম্বাই পুলিশ তাকে এই বিশেষ নিরাপত্তা দিয়েছে। কিন্তু তার এই বিশেষ গাড়িটি এখন অনেকের নজর কেড়েছে। সালমনের আগে ছিল টয়োটা ল্যান্ড ক্রুজার LC200। এই গাড়িটি আগের গাড়ির থেকে অনেক এগিয়ে। নতুন গাড়িগুলিতে B6 বা B7 স্তরের সুরক্ষা রয়েছে।
ভাইজানের নতুন গাড়িটি ব্যালিস্টিক সুরক্ষার পাশাপাশি, গাড়ির জানালার চারপাশে ৭৮ মিমি পুরু কাচ রয়েছে। খবর অনুযায়ী এর দাম ২ কোটি টাকা। এবং এই গাড়ির নম্বর প্লেট নং ২৭২৭। অনেকেই ভাবছেন এই নম্বরের পেছনে কি রয়েছে অন্য কোন রহস্য?
সত্যি কথা বলতে গেলে এখানেই চমক। আসলে এই সংখ্যাটি ভাইজান সালমান খানের জন্ম তারিখ অনুসারে দেওয়া হয়েছে, মানে ২৭শে ডিসেম্বর। এর আগেও অনেকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। কিন্তু এবার সে তার নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায়নি। তাই তিনি এই বিদেশি ব্র্যান্ডের গাড়িটি কিনেছেন।