বলিউড ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah)। অভিনয় জীবনে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁর ফ্যানদের। এই অভিনেতা নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জিতে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি নিজের জীবনীও লিখেছেন এই অভিনেতা। আর সেখানে তাঁর জীবনের প্রতিটি পর্ব খুব সুন্দর ভাবে বর্ণনাও করেছেন। তবে তাঁর এই জীবনী বেশকিছু দিন আগে প্রকাশিত হলেও, যখন তিনি NRC-র বিরোধিতা করেছিলেন, তখন তা বেশি জনপ্রিয় হয়েছিল।
নিজের জীবনীতে নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah) লিখেছেন, ভারত পাকিস্তান বিভাজনের সময় তাঁর বাবা মা ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তানে তাঁদের প্রচুর সম্পত্তি থাকলেও, এখানেই থাকা শুরু করেন তাঁরা। তাঁর বাবা পেশায় একজন সরকারি চাকুরীজীবী হওয়ায় তা ছেড়ে পাকিস্তান যেতে চাননি বলেও জানান তিনি।
নিজের জীবনীতে এমন অনেক কিছু লিখেছেন অভিনেতা, যা হয়ত তাঁর কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, তা সত্ত্বেও তিনি এই জীবনী লেখা থেকে পিছিয়ে আসেননি। তিনি লিখেছেন তাঁর বাবা মোহাম্মদ শাহ নায়েব ভারতে একটি সরকারী চাকরি করতেন এবং তাঁর দাদু সাইয়্যেদ মোহাম্মদ শাহ আফগানিস্তানের সৈনিক ছিলেন।
সূত্রের খবর, নাসিরুদ্দিন শাহের (naseeruddin shah) পূর্বপুরুষরা জঙ্গ-ই-আজাদীকে চূর্ণ করার জন্য ব্রিটিশদের অনেক সাহায্য করেছিলেন। এমনকি ১৮৫৭ সালে তাঁর দাদু ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে। আর সেই কারণেই তাঁর দাদুকে মিরাটের কাছে সারদানা জায়গির উপহার স্বরূপ দিয়েছিল ব্রিটিশরা। এই বিষয়টিও নিজের জীবনীতে উল্লেখ করেছেন নাসিরুদ্দিন শাহ।