Skip to content

বাবা ছিলেন ৯০ এর দশকে সেরা খলনায়ক! তাঁদের ছেলেরা আজ বলিউডের প্রথমসারির সুপারস্টার

  img 20220826 133714

  ৯০ এর দশকে সেরা খলনায়ক (villain) চরিত্র বলতেই প্রথমে মাথায় আসে অমরেশ পুরি, আমজাদ খান, শক্তি কাপুরদের নাম। পজেটিভ চরিত্রের থেকে এই তারকাদের নেগেটিভ চরিত্রেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে। সেই কারণে অনেকে নানারকম পুরস্কারও পেয়েছেন এবং সেইসঙ্গে পেয়েছেন দর্শকদের থেকে অগাধ ভালোবাসাও। তবে এইসকল তথাকথিত ভিলেন তারকাদের মধ্যে সকলে বর্তমানে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত না থাকলেও, তাঁদের সুযোগ্য পুত্ররা কিন্তু যুক্ত রয়েছেন বলিউডের বিভিন্ন অংশের সঙ্গে। রইল তালিকা-

  img 20220826 133633

  শক্তি কাপুর (Shakti Kapoor)- বিটাউনের ভিলেনদের মধ্যে অন্যতম বিখ্যাত মানুষ হলেন শক্তি কাপুর। তাঁর মেয়ে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কথা সকলে জানলেও, তাঁর ছেলে সিদ্ধার্থ কাপুরকে খুব লোকেই চেনেন। অল্প কিছু ছবিতে কাজ করলেও, সেভাবে দর্শকদের মনে জায়গা করতে পারেননি তিনি।

  img 20220826 133610

  সুরেশ ওবেরয় (Suresh Oberoi)- এই তালিকায় নাম রয়েছে সুরেশ ওবেরয়েরও। বাবা বলিউডের একজন নামী ভিলেন চরিত্র হলেও, ছেলে বিবেক ওবেরয়কে পর্দায় নায়কের চরিত্রেই বেশ দেখা গিয়েছে।

  img 20220826 133621

  ড্যানি ডেনজাংপা (Danny Denzongpa)- হাতে গোনা কিছু ছবিতে তাঁকে নায়কের চরিত্রে দেখা গেলেও, ভিলেনের চরিত্রেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা ড্যানি ডেনজাংপাকে। জানা গিয়েছে, শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তাঁর ছেলে রিজিং ডেনজাংপা।

  img 20220826 133550

  আমজাদ খান (Amzad Khan)- আজকের দিনে দাঁড়িয়েও গব্বর সিং বললেই প্রথমে মাথায় আসে বলি অভিনেতা আমজাদ খানের নাম। ‘শোলে’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় আজও সমানভাবে প্রশংসিত দর্শকমহলে। জানিয়ে রাখি তাঁর পুত্র শাদাব খানও বলিউডে পা রেখেছেন। তবে তাঁর প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ সেভাবে দর্শকমহলে সাড়া ফেলতে না পারায়, অভিনয়কে পাশে রেখে ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করছেন তিনি।

  img 20220826 133538

  গুলশন গ্রোভার (Gulshan Grover)- বিটাউনে ‘ব্যাড ম্যান’ নামে পরিচিত হলেন গুলশান গ্রোভার। পর্দায় যতই নেগেটিভ চরিত্রে তাঁকে দেখা যাক না কেন, বাস্তবে তিনি খুবই সজ্জন একজন ব্যক্তি। তাঁর ছেলে সঞ্জয় গ্রোভার বর্তমানে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন।