Skip to content

টাইপরাইটার দিয়ে তৈরি করছেন সুন্দর ছবি, এই ব্যক্তির কাজ দেখে তাজ্জব নেটিজনরা

    img 20220710 143431

    রঙিন ছবি দেখলে, মনে হয় সেই ছবি যেন কথা বলছে। অনেকেই আছেন যারা সুন্দর রং, তুলি দিয়ে অনবধ্য ছবি এঁকে দিতে পারেন। আবার অনেকে স্যান্ড আর্টও করে থাকেন। পেনসিল, রং, তুলি, ব্রাশ এসব দিয়ে ছবি তো অনেকেই এঁকে থাকেন। তবে আপনি কি কখনও এইসব জিনিস ছাড়া অন্য কিছু দিয়ে ছবি আঁকা দেখেছেন?

    মানে ধরুন টাইপরাইটার (typewriter)! অবাক হচ্ছেন, গত পাঁচ দশক ধরে এই কাজই করে চলেছেন এসি গুরুমূর্তি (AC Gurumurthy)। রং, তুলি, পেনসিল ছাড়াই অসাধারণ ছবি আঁকছেন তিনি। তাঁর আঁকার জন্য প্রয়োজন শুধু টাইপরাইটার। যা দিয়েই অসাধারণ ছবি এঁকে দিচ্ছেন এসি গুরুমূর্তি।

    img 20220710 143451

    দক্ষিণ ভারতের বাসিন্দা হলেন এসি গুরুমূর্তি। তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যদি কোন টকাটক শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে নিজের টাইপরাইটার দিয়ে নতুন কিছু ছবি তৈরি করছেন এসি গুরুমূর্তি। দিনের বেশিরভাগ সময়টাই তাঁর পুরনো সবুজ টাইপরাইটারের সঙ্গে কাটান তিনি।

    জানা যায়, এই টাইপরাইটারের (typewriter) মধ্যে কিছু অক্ষর তাঁর বেশ প্রিয়। যার মধ্যে রয়েছে X অক্ষর এবং কিছু প্রতীক। আর এই বোতামগুলোর সাহায্যেই ছবি তৈরি করেন তিনি। এই পদ্ধতিতেই তিনি এখনও অবধি বারাক ওবামা, স্ট্যাচু অফ লিবার্টি, লর্ড বুদ্ধ, মাদার দেবী এবং দক্ষিণের বহু তারকাদের ছবি এঁকেছেন, যা দুর্লভ হয়ে রয়েছে। সেইসঙ্গে বিভিন্ন ভ্রমণ স্থানও এইভাবে আঁকতে তাঁর বেশ ভালো লাগে। টাইপরাইটার দিয়ে ছবি আঁকলেও, একটা বিষয় ভীষণভাবে মেনে চলেন এসি গুরুমূর্তি (AC Gurumurthy)। টাইপরাইটার দিয়ে ছবি তৈরির সময় তিনি শুধুমাত্র ভারতের কালী ব্যবহার করে থাকেন।

    জানিয়ে রাখি, পেশায় একজন ব্যাঙ্ক কর্মী এসি গুরুমূর্তি (AC Gurumurthy) টাইপরাইটার দিয়ে ছবি তৈরির সময় টাইপরাইটারের (typewriter) চাবিতে বিভিন্ন চাপ প্রয়োগ করে স্কেচে শেডিং করে নেন। যাতে করে স্কেচের অভিব্যক্তি সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়। তবে কালো রঙের তৈরি এই ছবিগুলো বেশ অন্যরকমই দেখতে হয়। এবার রঙিন ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আর প্রথম রঙিন ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি করতে চান বলেও জানিয়েছেন। এই কারণে তিনি প্রস্তুতি নিতেও শুরু করেছেন।