বর্তমান নেট দুনিয়ায় প্রতিনিয়ত অনেক কিছুই ভাইরাল হচ্ছে, তার মধ্যে ভালো-মন্দ সবই আছে। সম্প্রতি, এমন একটি বিষয় প্রকাশ্যে এসেছে যা শুনলে অবাক হবেন আপনিও। পাকিস্তানের ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন পত্রে শিক্ষার্থীদের এমন প্রশ্ন করা হয়েছে যা দেখে তারা হতবাক। আর পুরো বিষয়টা জানলে আপনিও ভাবতে বাধ্য হবেন। যাইহোক, বিষয়টি ২০২২ সালের ডিসেম্বর মাসের।
তবে, সম্প্রতি কেউ যখন সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার পেপার শেয়ার করেছে, তখন বিষয়টি আগুনের মত ছড়িয়ে পরেছে চারিদিকে। সোশ্যাল মিডিয়ার বহু মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে একাধিক নেতা মন্ত্রীরাও তাদের মন্তব্য জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ই ডিসেম্বর ইসলামাবাদের বিএস (B.A)ইঞ্জিনিয়ারিং কলেজের ইংরেজি শিক্ষক হঠাৎ একটি কুইজ পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষার পত্রের একটি অনুচ্ছেদে একজন ফরাসি ভাই ও বোনের কথা বলা হয়েছে, যারা গ্রীষ্ম উদযাপনের সময় একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। এই অনুচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে, “এ বিষয়ে আপনি কি মনে করেন? উভয়ের মধ্যে সম্পর্ক থাকা কি ঠিক?
এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক ও হতবাক হওয়ার মত ছিল। পরীক্ষা শেষ হলে অভিযোগ নিশ্চিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়। তদন্ত শেষে, ৫ই জানুয়ারি ওই শিক্ষককে অপসারণ করে কালো তালিকাভুক্ত করা হয়, যাতে তিনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে না পারেন।
Shame on you @cuissbc Your pathetic university should be sealed & the perverted teachers should be kicked out. whoever asked this question should be behind bars. How dare you ask this filthy question? #COMSATS #comsatsuniversity pic.twitter.com/Wb3kvOHew2
— Mishi khan (@mishilicious) February 20, 2023
বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নাভিদ খান বলেন, ‘তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে’। নাভিদ খান জানান, ‘তদন্তের সময় ওই শিক্ষক তার আত্মপক্ষ সমর্থনে বলেছিলেন যে, তিনি তাড়াহুড়ো করে প্যাসেজটি কপি-পেস্ট করেছিলেন। সময় কম থাকায় ঠিকমতো পড়তেও পারেননি।