Skip to content

সময় মাত্র কয়েকদিন, ৩১ শে মার্চের মধ্যেই সেরে নিন এই কাজ, নাহলে পড়তে পারেন সমস্যায়

    img 20230324 165657

    কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ২০২২-২৩ আর্থিক বছর। সময় শেষ হওয়ার আগেই সেরে নিতে হবে এমন কিছু কাজ, যা আপনার এই আর্থিক বছরের মধ্যে সেরে নেওয়া উচিত ছিল। নাহলে পড়তে পারেন মহাবিপদে।  এই আর্থিক বছরে আপনার বকেয়া কোন আর্থিক কাজ করতে আর মাত্র কিছুদিন বাকি রয়েছে আপনার হাতে। আগামী ৩১ শে মার্চের মধ্যে সমস্ত বকেয়া কাজ আপনাকে সেরে নিতে হবে।

    দেখে নিন তালিকা-

    img 20230324 130146

    ভায়া বন্দনা যোজনা (VyaVandan Yojna)- যদি কোন ব্যক্তি প্রবীণ নাগরিক প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনাতে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আগামী ৩১ শে মার্চ ২০২৩ সালের মধ্যেই তা করতে হবে। এখনও পর্যন্ত সরকার এই স্কিম এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কোনরকম মন্তব্য করেনি। তাই অর্থ বিনিয়োগ করতে হলে, এই সময়ের মধ্যেই করে নেওয়া ভালো।

    img 20230324 130209

    ট্যাক্স সেভিংস (Tax Saving investment)- আপনি যদি ২০২২-২৩ আর্থিক বছরে কর বাঁচাতে বিনিয়োগ করতে চান তবে আপনাকে ৩১ শে মার্চের মধ্যে এটি করতে হবে। কর বাঁচাতে আপনি পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

    img 20230324 130155

    প্যান আধার লিঙ্ক (Link Pan with Aadhar)- আগামী ৩১ শে মার্চের মধ্যে অবশ্যই করে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক করিয়ে নিন। নাহলে আপনার প্যান কার্ড অবৈধ বলে ঘোষণা করা হবে। যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনিয়োগ বা আয়কর সম্পর্কিত কোনও কাজ করতে পারবেন না। এই মুহূর্তে এই কাজ করার জন্য ১০০০ টাকা করে ফাইন নিচ্ছে সরকার। যদি একবার এই সময় পেরিয়ে যায়, তাহলে এই ফাইনের অংকটাও হয়ত বাড়তে পারে।

    img 20230324 130221

    মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ (Nomination in Mutual Funds)-আপনি যদি এখনও মিউচুয়াল ফান্ডে মনোনয়ন না করে থাকেন তবে আগামী ৩১ শে মার্চের মধ্যে এটি করুন। সমস্ত ফান্ড হাউস এর জন্য ৩১ শে মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আপনি যদি এটি না করেন তবে আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট বন্ধ করা হবে।