Skip to content

সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নিন আপনার ভাগ্য, কেরিয়ার বেছে নেওয়ার আগে একবার মিলিয়ে নিন জন্ম তারিখের মূল্যাঙ্ক

    img 20220921 130554

    জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের ভাগ্য তাঁর স্বভাব, চারিত্রিক গঠন- এসবের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে অন্যতম একটি শাখা হল সংখ্যাতত্ত্ব (numerology)। আর এই সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে কোন ব্যক্তির স্বভাব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্বে থাকা ১ থেকে ৯ পর্যন্ত মূল্যাঙ্কের সূত্র ধরে অনেক সময় ব্যক্তির ভবিষ্যদ্বাণীও করা হয়ে থাকে। যেমন ধরুন- কোন ব্যক্তির জন্মের তারিখ যদি ২২ হয় তাহলে, ২+২= ৪, অর্থাৎ ওই ব্যক্তির ব্যক্তির মূলাঙ্ক হবে ৪। আর এই ৪ অঙ্কের সাহায্যেই ব্যক্তি কোন কেরিয়ার বেছে নেবেন, তা গণনা করে দেখা হয়েছে। দেখে নিন-

    মূলাঙ্ক ১- যে সকল জাতক-জাতিকার মাসের ১, ১০ এবং ২৮ তারিখ জন্ম, তাঁদের মূলাঙ্ক ১। সংখ্যাতত্ত্ব অনুসারে তাঁরা রাজনীতি, ম্যানেজমেন্ট, ব্যবসাকে পেশা হিসাবে বেছে নিতে পারেন। তাঁদের মধ্যে নেতৃত্বগুণও বর্তমান।

    img 20220921 130605

    মূলাঙ্ক ২- যে সকল জাতক-জাতিকার মাসের ২, ১১ এবং ২০ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ২। চাকরি, ফিল্ম, থিয়েটার, আইন ও সমাজসেবা নিয়ে তাঁরা কেরিয়ার তৈরি করতে পারেন।

    মূলাঙ্ক ৩- যে সকল জাতক-জাতিকার মাসের ৩, ১২ এবং ৩০ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৩। রাজনীতি, সমাজসেবা ও সরকারি চাকরি যেমন ব্যাঙ্ক, অ্যাকাউন্টের কাজে কেরিয়ার গড়তে পারেন।

    মূলাঙ্ক ৪- যে সকল জাতক-জাতিকার মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৪। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন এবং তাতে সাফল্যও পান।

    img 20220921 130616

    মূলাঙ্ক ৫- যে সকল জাতক-জাতিকার মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৫। শিক্ষা, কাউন্সেলিং-এর মতো ক্ষেত্র এমনকি স্টক মার্কেটেও ভালো ফল করতে পারেন।

    মূলাঙ্ক ৬- যে সকল জাতক-জাতিকার মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৬। অভিনব জিনিসপত্রের ব্যবসা থেকে শুরু করে বিনোদন এমনকি খেলাধুলো নিয়েও কেরিয়ার গড়তে পারেন।

    মূলাঙ্ক ৭- যে সকল জাতক-জাতিকার মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৭। কাউন্সেলিং, অ্যাডভাইজরি, ট্রাভেল এজেন্ট, গবেষক, কনসালটেন্সির ক্ষেত্র নিয়ে কেরিয়ার তৈরি করলে, বেশ সুনাম অর্জন করবে।

    img 20220921 130631

    মূলাঙ্ক ৮- যে সকল জাতক-জাতিকার মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৮। লোহা-ইস্পাত, ধাতু, স্থাপত্য, রিয়েল এস্টেটের বিষয় নিয়ে কেরিয়ারে লাভবান হবেন।

    মূলাঙ্ক ৯- যে সকল জাতক-জাতিকার মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম, তাঁদের মূলাঙ্ক ৯। খেলাধুলো, বিনোদন, সেনাবাহিনী, রাজনীতি এবং শিল্পকলা ইত্যাদি নিয়ে ভবিষ্যতে খ্যাতি অর্জন করবেন।