Skip to content

অনুপম মিত্তল থেকে বিনীতা সিং, দেখে নিন বাস্তব জীবনে শার্ক ট্যাঙ্কের বিচারকদের জীবনসঙ্গীদের

    img 20230210 181830

    খুব অল্প সময়ের মধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই রিয়েলিটি শো। শুরু হওয়ার প্রথম সিজন থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্যবসায়িক রিয়েলিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ (Shark tank india)। এই অনুষ্ঠানের ধারণা দর্শকদের এতটাই পছন্দ হয়েছে, যে এই অনুষ্ঠান দেখেই অনেকে তাঁদের নতুন ব্যবসাও শুরু করার পরিকল্পনা করেছে। বর্তমান সময়ে এই শোয়ের দ্বিতীয় সিজনে বিচারকের আসনে রয়েছেন অমিত জৈন, পীযূষ বানসাল, নমিতা থাপার, অনুপম মিত্তাল, বিনীতা সিং এবং আমান গুপ্তা। এবার জেনে নিন এই শোয়ের বিচারকদের ব্যক্তিগত জীবন সম্পর্কে।

    img 20230210 182146

    বিনীতা সিং (Vineeta Singh)- কসমেটিকস ব্র্যান্ড ‘সুগার’-এর প্রতিষ্ঠাতা বিনিতা সিংয়ের স্বামী কৌশিক মুখার্জি একই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও। ২০১১ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের বিক্রান্ত ও রণবীর নামে দুই পুত্র সন্তানও রয়েছে।

    আমান গুপ্তা (Aman Gupta)- ইয়ারওয়্যার অডিও কোম্পানি ‘বোআট’-এর সহ-প্রতিষ্ঠাতা আমান গুপ্তের স্ত্রী প্রিয়া ডাগর, নেদারল্যান্ডস দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র নীতি উপদেষ্টা। তাঁদের দুজন কন্যা সন্তানও রয়েছে।

    img 20230210 182305

    পীযূষ বানসাল (Peyush Bansal)- লেন্সকার্টের মালিক পীযূষ বানসালের স্ত্রী নিধি মিত্তাল একটি চশমার ব্র্যান্ডের চেয়ারপারসন হিসেবে কাজ করেন। তিনি এর আগে একজন মিডিয়া পেশাদার এবং একটি বিষয়বস্তু বিপণন সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

    নমিতা থাপার (Namita Thapar)- ইউরোপ এবং কানাডায় ফার্মাসি কোম্পানির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিকাশ থাপারের সঙ্গে বিবাহ করেছিলেন নমিতা থাপার। জয় এবং বীর নামে দুটি ছেলে রয়েছে এই দম্পতির।

    img 20230210 182432

    অনুপম মিত্তাল (Anupam Mitta)- Shaadi.com এর প্রতিষ্ঠাতা অনুপম মিত্তলের স্ত্রী আঁচল কুমার একজন প্রাক্তন মডেল। ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে ভারতীয় ফ্যাশন শিল্পের শীর্ষ মডেলদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় মডেল ছিলেন তিনি। চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতেও অভিনয় করা আঁচল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইল, ফ্যাশন এবং সৌন্দর্য কভার করছেন। ২০১৩ সালে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন এবং তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।