শেষ হতে চলল ২০২২। নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় অপেক্ষারত গোটা বিশ্ববাসী। এরই মধ্যে দেখে নেওয়া যাক কিছু বিনোদনের গল্প। ২০২২ সালে অসংখ্য ওয়েব সিরিজ (web series) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। যার মধ্যে কিছু যেমন রোম্যান্টিক থ্রিলার ছিল, তেমনই কিছু ছিল কলেজের স্মৃতি উস্কে দেওয়া ওয়েব সিরিজও।
আসুন দেখে নেওয়া যাক-
কলেজ রোমান্স (College Romance)- কলেজের ড্রামা নিয়ে সোনি লিভে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে এক দল বন্ধুদের গল্প দেখানো হয়েছে। আইএমডিবি রেটিংয়ে ৮.৪ প্রাপ্ত এই ওয়েব সিরিজটিকে আজকের দিনের কলেজ পড়ুয়াদের সঙ্গে ঘটমান অনেক ঘটনা তুলে ধরা হয়েছে।
রকেট বয়েজ (Rocket Boys)- ডক্টর হোমি ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবনীর উপর নির্মিত এই ওয়েব সিরিজে জিম সর্ব, রেজিনা ক্যাসান্দ্রাকে অভিনয় করতে দেখা গিয়েছে। আইএমডিবিতে ৮.৯ রেটিং পেয়েছে এই ওয়েব সিরিজটি।
দিল্লি ক্রাইম (Delhi Crime)- আন্তর্জাতিক এম্মি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ওয়েব সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। দিল্লির গ্যাঙ্ক রেপের ঘটনা এই ওয়েব সিরিজের প্রথম পররের দেখানোর পর দ্বিতীয় পর্বে দেখানো হয়েছিল খাকি ফাইলস বইয়ের মুন গেজার গল্প। প্রাক্তন পুলিশকর্মী নীরজ কুমারের লেখা এই ওয়েব সিরিজটি আইএমডিবিতে ৮.৫ রেটিং পেয়েছে।
গুল্লাক (gullak)– হাসি, মজার এই ওয়েব সিরিজে দর্শকদের বাস্তব জীবনের সঙ্গে অনেক মিল পাবেন। দর্শকদের পছন্দের এই ওয়েব সিরিজটি আইএমডিবিতে পেয়েছে ৯.১ রেটিং।
হিউম্যান (human)- চিকিৎসা বিজ্ঞান নিয়ে ডিজনি প্লাস হটস্টারের মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে মেডিক্যাল স্ক্যামের ঘটনা দেখানো হয়েছে।শেফালি শাহ, কৃতি কুলহারি অভিনীত এই ওয়েব সিরিজটি আইএমডিবিতে ৭.৯ রেটিং পেয়েছে।