Skip to content

অপেক্ষার অবসান হয়েছে অনেকদিন, এবার দেখুন ‘বিরুস্কা’ কন্যা ভামিকার বেশকিছু অদেখা ছবি

  img 20230330 152537

  বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা (Anushka Sharma) এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), এই জুটির ভক্তসংখ্যা গুণে শেষ করা যাবে না। পৃথক পৃথকভাবে এই দুজনের ফ্যান তো ছিলই, তবে এঁদের বিয়ের পর মানুষজন যেন আরও বেশি করে এই জুটিকে ভালোবাসতে শুরু করে। তারউপর উপরি ভালোবাসা হিসাবে জন্ম নেয় ভামিকা (Vamika)। আর তাঁকে দেখার আশায় বহুদিন উদগ্রীব ছিল নেটিজনরা।

  ভামিকার জন্মের পর তাঁর কোন ছবি স্যোশাল মিডিয়ায় দেয়নি এই বাবা মা। অর্থাৎ বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা তাঁদের মেয়ের মুখ কাউকে দেখাননি। বেশ কিছু মাস ভামিকাকে নেটদুনিয়া থেকে আড়াল করেই রেখেছিলেন তাঁরা। মাঝে মধ্যে তাঁরা ভামিকার ছবি শেয়ার করলেও, তাঁর মুখের উপর কোন ‘ফানি ইমোজি’ দিতে দিতেন। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বেশকিছু দিন আগেই ভামিকার মুখ দেখিয়েছেন বিরাট অনুস্কা। এখন থেকে নেটপাড়ায় ভামিকার অনেক ছবিই দেখতে পাওয়া যায়।

  বৃন্দাবনে ভ্রমণরত অবস্থায় বিরাট অনুস্কার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। যেখান দেখা গিয়েছিল, ফুটফুটে ছোট্ট ভামিকা তাঁর মায়ের কোলে বসে রয়েছে। বৃন্দাবনে বাবা নিম করোলির আশ্রমের এই ভিডিওতে গটা পরিবারকে একই সঙ্গে প্রার্থনা করতে দেখা গিয়েছিল।

  img 20230330 152612

  এই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, মা অনুস্কার কোলে নিশ্চিন্তে বসে রয়েছে ছোট্ট ভামিকা। তাঁর পড়নে রয়েছে একটি সাদা রঙের পোশাক। সেইসঙ্গে দেখা যায়, মায়ের কোলে বসে দুষ্টু মিষ্টি চোখে তাকিয়ে রয়েছে ভামিকা।

  img 20230330 152550

  এখানেই শেষ নয়, একবার বাবা বিরাট কোহলিকে উৎসাহ দিতে মা অনুস্কা শর্মার সঙ্গে ক্রিকেট মাঠের গ্যালারিতে দেখা গিয়েছিল ভামিকাকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর খুব রেগে গিয়েছিলেন বিরাট অনুস্কা এবং কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন ভামিকার যেন কোন ছবি না তোলা হয়।