Skip to content

ধোনির সঙ্গে দেখা করতে এসে ভাইরাল হলেন ক্রিস গেইল, রইল বেশকিছু অসাধারণ মুহুর্তের ছবি

  img 20230330 184521

  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল হিসাবে পরিচিত রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে গণ্য করা হয়। এমনকি ধোনির নেতৃত্বেই আইসিসি ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

  img 20230330 184812

  img 20230330 184759

  ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর নেতৃত্বে জয়ের পর জয়ের পর ভারতীয় দল থেকে ২০২০ সালে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে আবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির অধিনায়কত্বে ৪ বার আইপিএল ট্রফি জিতেছে দল। জানা গিয়েছে, এবারের আইপিএলই মহেন্দ্র সিং ধোনির শেষ বছর হতে চলেছে।

  img 20230330 184628

  একজন ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন ভালো স্বভাবের মানুষও ধোনি। সেই কারণে কোটি কোটি ভক্তদের হৃদয়ে রাজ করছেন এই খেলোয়াড়। দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও ধোনির ভক্ত সংখ্যা অনেক। সেরকমই গোটা দেশ জুড়েই অনেক বন্ধু রয়েছে ধোনির। সেই অগণিত বন্ধুদের মধ্যে অন্যতম একজন হলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং খেলোয়াড় ক্রিস গেইল (Chris Gayle)।

  img 20230330 184825

  img 20230330 184643

  সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের এই ড্যাশিং খেলোয়াড় ক্রিস গেইলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির কয়েকটি ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। এই ছবিতে ধোনির কাঁধে হাত দিয়ে নানারকম ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এই বিদেশী খেলোয়াড়কে। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে ক্রিস গেইল ক্যাপশনে লিখেছেন, ‘লং লিভ দ্যা লেজেন্ড’।

  img 20230330 184533

  img 20230330 184548

  জানিয়ে রাখি, ঝড়ো ব্যাটিংয়ের জন্য সারা বিশ্বে পরিচিত হলেও বর্তমানে ক্রিকেট থেকে দূরত্ব বজায় রাখছেন ক্রিস গেইল। এই সময় তাঁকে বেশিরভাগ ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে।