Skip to content

রাজপ্রাসাদ কিংবা ৫ স্টার হোটেলের থেকেও রয়েছে বেশি সুবিধা! দেখে নিন নীতা আম্বানির ব্যক্তিগত বিমানের একঝলক

    img 20230330 131516

    স্বামী মুকেশ আম্বানির (mukesh ambani) পাশাপাশি স্ত্রী নীতা আম্বানিও (nita ambani) রয়েছেন লাইমলাইটে। এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা এবং শক্তিশালী শিল্পপতি হিসাবে স্বীকৃত তিনি। গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তাঁর অগণীত ফ্যানরা। স্যোশাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে নীতা আম্বানির।

    নীতা আম্বানির ব্যবহার, তাঁর সৌন্দর্য্য, তাঁর স্বভাব এবং সর্বোপরি তাঁর কাজ- সবকিছুর জন্য বহু মানুষ তাঁকে পছন্দ করেন। অনেকেই তাঁকে অনুসরণ করার পাশাপাশি ভালোবাসেনও। স্বামীর পাশাপাশি ইতিমধ্যে নিজেরও একটা আলাদা জগত তৈরি করে নিয়েছেন নীতা আম্বানি। ৫৭ বছর বয়সী নীতা আম্বানির কাছে খুব দামি এবং মূল্যবান কয়েকটি জিনিস রয়েছে।

    img 20230330 131541

    এইসকল জিনিসের মধ্যে নীতা আম্বানির অন্যতম একটি সম্পদ হল তাঁর রাজকীয় গাড়ি। নীতা আম্বানি ভ্রমণ করতে খুবই ভালোবাসেন। তাই মাত্র ৮ কোটি টাকা খরচ করে নিজের জন্য একটি BMW 760 কিনেছেন আম্বানি পত্নী। এই গাড়ি চড়ে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন নীতা আম্বানি।

    img 20230330 131812

    img 20230330 131758

    img 20230330 131656

    এখানেই শেষ নয়, গাড়ির পাশাপাশি একটি ব্যক্তিগত বিমানও রয়েছে নীতা আম্বানির। দূরে কোথাও ভ্রমণের জন্য নীতা আম্বানির ৪৪ তম জন্মদিনে ২০০৭ সালে স্ত্রীকে এই অমূল্য উপহার দিয়েছেন স্বামী মুকেশ আম্বানি। নীতা আম্বানির এই ব্যক্তিগত বিমানের ভেতরটাও কিন্তু বেশ বিলাসবহুল।

    img 20230330 131622

    img 20230330 131604

    img 20230330 131528

    এই কাস্টম ফিটেড এয়ারবাস 319র দাম ২৩০ কোটি টাকা। একসঙ্গে ১০ থেকে ১২ জন ব্যক্তি এই বিমানে চড়তে পারবেন। এই বিমানে গেমিং, মিউজিক, স্যাটেলাইট থেকে শুরু করে নীতা আম্বানির আরামের জন্য সংযুক্ত বাথরুম সহ একটি মাস্টার বেডরুমও রয়েছে এর মধ্যে।