Skip to content

সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান, ডেটা সহ বিনামূল্যে কলিং মাত্র ৭৫ টাকা!

    img 20221011 130556

    বর্তমান সময়ে ‘রিলায়েন্স জিও’ (Realiance Jio) ভারতের নং ১ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি। প্রতিনিয়তই গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান দিয়ে থাকে জিও। সম্প্রতিকালে জিও একটি দুর্দান্ত ও আকর্ষণীয় রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে সকল প্রকারের গ্রাহকদের কথা মাথায় রেখে। যারা খুবই সাশ্রয়ী মূল্যে মোবাইল পরিষেবা অব্যাহত রাখতে চান তাদের জন্য প্ল্যানটি খুবই কার্যকরী হতে পারে।

    img 20221011 130644

    এই আকর্ষণীয় প্ল্যানটিতে গ্রাহকরা ফ্রি কলিং, এসএমএস, ইন্টারনেট ডেটা সহ বিভিন্ন রকমের সুবিধা পাবেন। মাত্র ৭৫ টাকার রিচার্জের বিনিময়ে জিও দিতে চলেছে এই দুর্দান্ত পরিষেবা। তবে এই অফারটি কেবল মাত্র জিও ফোন’ (Jio phone) এর জন্য লঞ্চ করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের এই বিশেষ প্ল্যানটির বৈধতা পাওয়া যাবে ২৩ দিন।

    গ্রাহকরা এই প্ল্যানটিতে ২.৫ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়াও থাকছে ২০০ এম বি (200mb) অতিরিক্ত ফ্রি ডেটা। মোট ইন্টারনেট পরিষেবার বৈধতাও থাকবে ২৩ দিন। রিলায়েন্স জিও’র ৭৫ টাকার এই প্ল্যানে আরো কিছু আকর্ষণীয়া সুবিধা প্রদান করছে কম্পানি।

    img 20221011 130702

    জিও-অ্যাপ বিনামূল্যে ব্যবহার করার সুবিধা রয়েছে এই রিচার্জ প্ল্যানে। এছাড়া জিও মিউসিক ও জিও সিনেমা দেখার অফার রয়েছে। ছোট রিচার্জে বড় ধামাকা। এখন থেকে গান শোনা থেকে সিনেমা দেখা সবকিছুই বিনামূল্যে। এক রিচার্জে পাওয়া যাবে সব রকমের সুবিধা। মাত্র ৭৫ টাকার এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান খুবই উপকারী হতে চলেছে কিছু গ্রাহকের জন্য।